
আসাদুল্লা মাসুম, কাপাসিয়া (গাজীপুর): আর্ন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে গাজীপুরের কাপাসিয়ায় রোববার বিকালে বঙ্গতাজ তাজউদ্দীন আহমদ স্মৃতি পাঠাগারের উদ্দোগে শহীদদের স্মরণে নিজ কার্যালয়ে বই মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। কাপাসিয়া ডিগ্রী কলেজের বাংলা বিভাগের প্রধান ও মেলা উৎযাপন কমিটির আহবায়ক অধ্যাপক মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব মোস্তাফিজুর রহমান সেলিমের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান কাপাসিয়া বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি অধ্যাপক মোহাম্মদআলী বদু অধ্যাপক হোয়োন কবির,কন্ঠশিল্পি মজিবুর রহমান, যুবলীগ নেতা সোহরাব হোসেন, গোলাম রব্বানী, ছাত্রলীগ সভাপতি আব্দুল কাইয়ুম ভূইয়া,কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি মাহমুদুল হাসান মামুন প্রমুখ। উপজেলা শহরে এ মেলার আয়োজন করা হবে বলে সভায় সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।
