কাপাসিয়ায় চেয়ারম্যান পদে আ’লীগ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

0
283
728×90 Banner

আসাদুল্লাহ মাসুম, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত কাপাসিয়া উপজেলা পরিষদ নির্বাচনে মো. আমানত হোসেন খান এর পক্ষে ২৫ ফেব্রুয়ারী দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাবেক সভাপতি আজগর রশিদ খান, সহ সভাপতি আশরাফ উদ্দিন(আলআমিন), অধ্যক্ষ সানাউল্লাহ, রওশন আরা সরকার, প্রধান শিক্ষক নাজমূল ইসলাম মতিন, ডা: নজিম উদ্দিন, ডা: হানিফ সিকদার, তায়েব খান কিশোর, রানা, আদনান পারভেজ প্রমুখ।
গাজীপুর জেলা আ’লীগের সহ সভাপতি মো: আমানত হোসেন গতকাল রবিবার আওয়ামীলীগের ধানমন্ডি কার্যালয় থেকে শেখ হাসিনার স্বাক্ষরিত নৌকা প্রতিকের মনোনয়ন সংগ্রহ করেন। এড. আমানত হোসেন খান নৌকা টিকেট পাওয়ায় কাপাসিয়া সদরসহ বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ হয়েছে।
এছাড়াও চেয়ারম্যান পদে এনামুল কবির (জাতীয় পার্টি), মো. মোশারফ হেসেন (জাকের পার্টি), আসমা সুলতানা (ইসলামী ঐক্যজোট), স্বতন্ত্র থেকে আব্দুর রশিদ সরকার, মো. রুহুল আমীন রির্টানিং ও সহকারি রির্টানিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
সহকারি রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মোসা: ইসমত আরা জানান, উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে এখন পর্যন্ত পাঁচজন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
নির্বাচনের তফসিল অনুযায়ী ২৬ ফেব্রুয়ারী মনোনয়ন পত্র জমাদানের শেষ তারিখ, যাচাই বাছাই হবে ২৮ ফেব্রুয়ারী, প্রার্থীতা প্রত্যাহর ৭ মার্চ, ২৪ মার্চ ভোট গ্রহন হবে ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here