Daily Gazipur Online

কাপাসিয়ায় ছাত্রলীগের নির্বাচনী ও কর্মী সভা অনুষ্ঠিত

আসাদুল্লাহ মাসুম, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : বাংলাদেশ ছাত্রলীগ কাপাসিয়া উপজেলা শাখার উদ্যোগে নির্বাচনী ও কর্মী অনুষ্ঠিত হয়েছে। ১৯ মার্চ সন্ধায় কাপাসিয়া আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এ সভা হয়।
উপজেলা ছাত্রলীগ সভাপতি কাইয়ূম ভূঁইয়ার সভাপতিত্বে, সাধারণ সম্পাদক রাসেদুল হক সৈকত এর পরিচালনা , বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও জেলা আ,লীগ সহ সভাপতি অ্যাডভোকেট আমানত হোসেন খান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান আসাদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রওশনারা সরকার, কৃষক লীগ সভাপতি আইন উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি মাহবুব উদ্দিন আহম্মেদ সেলিম, সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন প্রধান, সেচ্ছা সেবকলীগে সাধারণ সম্পাদক আঃ রউফ দর্জী, কাপাসিয়া ডিগ্রী কলেজ শাখা সভাপতি মাহমুদুল হাসান মামুন, সাধারণ সম্পাদক মাসুম প্রধান প্রমুখ।এ্যাডঃ আমানত হোসেন খান বলেন ছাত্রলীগকে নির্বাচনে অগ্রণী ভূমিকা রাখতে হবে। ভোটের দিন মা বোদের ভোট কেন্দ্রে এনে ভোট দেওয়াতে হবে। সাবেক এমপি শহিদুল্লাহ বলেন নৌকা, তালা ও কলস মার্কায় ভোট দিয়ে আমাদের প্যানেল কে বিজয় করতে হবে। পরে একটি বিশাল মিছিল উপজেলা শহরে গুরুত্ব পূণ্য স্থান প্রদক্ষিন করেন।