
আসাদুল্লাহ মাসুম,কাপাসিয়া ( গাজীপুর ): কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নে ট্রলীর ধাক্কায় স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত স্কুল ছাত্র বীর উজলী (আদিয়ারচালা)গ্রামের নবী হোসেনের ছেলে তানভীর হোসেন(১২), সে বীর উজলী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র।
নিহতের বাবা নবী হোসেন জানান ১৫ এপ্রিল সোমবার বিকেলে টোক নগর গ্রামে নানীর বাড়ির পাশে রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল এসময় পেছন থেকে একটি ট্রলি ধাক্কা দিলে গুরুতর আহত হয়। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে রাস্তায় মৃত্যু বরণ করে। ট্রলিটি টোক নগর গ্রামের মোস্তাকের বলে জানান এলাকাবাসী।
কাপাসিয়া থানার ডিউটি অফিসার এস আই হালিম জানান, টোক ইউনিয়নে ট্রলীর ধাক্কায় স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যুতে নিহতের বাবা নবী হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলা নং ২৬ তারিখ ১৬,৪,১৯ লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
