Daily Gazipur Online

কাপাসিয়ায় দপ্তরী কাম প্রহরী কল্যাণ সমিতির কমিটি গঠন

আসাদুল্লাহ মাসুম, কাপাসিয়া(গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কাপাসিয়ায় টোক ইউনিয়নের সরকারী প্রাথমিক বিদ্যালয় সমূহের দপ্তরী কাম প্রহরীদের কল্যাণ সমিতির ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
২৭ জুলাই দুপুরে বীর উজলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা শেষে ভোটের মাধ্যমে সভাপতি পদে কেন্দুয়াব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রেজুয়ানুল হক।সাধারণ সম্পাদক পদে আড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেলোয়ার হোসেন নির্বাচিত হয়।

সদস্যরা হলেন শরিফুল আলম, বাহাদুর প্রধান, হান্নান মোল্লা, সোহেল রানা, রতন রবিদাস, জহিরুল ইসলাম, শফিকুল ইসলাম, হুমায়ুন কবির, এনামুল হক।
পাঁচুয়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আলমগীর হোসেন, ফাতেমা আক্তার, মোজাম্মেল হক, রফিক উদ্দিন, আসাদুল্লাহ মাসুম, তাপস পাল, ঝরনা আক্তার, জেবিন সুলতানা প্রমুখ।