Daily Gazipur Online

কাপাসিয়ায় দুই দিনব্যাপী পাট চাষী প্রশিক্ষণ কর্মশালা

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের কাপাসিয়ায় আধুনিক পদ্ধতিতে উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের অধিনে ১৮-১৯ জুন মঙ্গল ও বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পাট চাষীদের এই প্রশিক্ষণ কর্মশালায় পাট চাষ, পাটবীজ উৎপাদন, পাট পঁচন এবং পাটের গ্রেডিং বিষয়ে ধারণা প্রদান করা হয়।
পাট অধিদপ্তরের কাপাসিয়া স্থানীয় অফিসের আয়োজনে কর্মশালার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ ইসমত আরা, গাজীপুরের অতিরিক্ত উপ-পরিচালক (পিপি) মোঃ রফিকুল ইসলাম খাঁন, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন, এস এম ও পাট গবেষনা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো; জাকির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার বসাক, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ ফাইজুল্লাহ্ প্রমুখ। কর্মশালায় উপজেলার ১৫০ জন পাট চাষী প্রশিক্ষণ গ্রহণ করেন।