কাপাসিয়ায় ধর্ষণ ও নারী নির্যাতন ঘটনার প্রতিবাদে মানববন্ধন

0
264
728×90 Banner

আসাদুল্লাহ মাসুম, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি :কাপাসিয়া সচেতন যুবসমাজের উদ্যোগে সারাদেশ ব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতন ঘটনার প্রতিবাদ, নারীর প্রতি সহিংসতা বন্ধে এবং এ সকল ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবীতে ৮ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মুক্তিযুদ্ধ চত্বর কাপাসিয়া বাস স্ট্যান্ডে শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
কাপাসিয়া সচেতন যুবসমাজের সমন্বয়ক আসাদুল্লাহ মাসুমের সঞ্চালনায় তারুণ্যের আলো সামাজিক সংঘের সভাপতি মাহমুদুল হাসান নাঈমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, কাপাসিয়া পাঠক ফোরাম(এগারোজন) সভাপতি শামীম শিকদার, শরিফ সিকদার, সাধারন সম্পাদক গোলাম কিবরিয়া, রক্তদান সেবা সংঘের সভাপতি হেলাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম, উদীচী শিল্পীগোষ্ঠী কাপাসিয়া শাখার সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন, শ্রমিক নেতা ফারুক হোসেন, টোক সোশ্যাল ডেভেলপমেন্ট এসোসিয়েশনের সভাপতি হুমায়ুন কবির, ইচ্ছা ফাউন্ডেশনের রায়হান রিজন, ফ্রেন্ড সোসাইটি কাপাসিয়ার আইবুর রহমান, সহযোগিতা ফাউন্ডেশনের রায়হান রিজন,মায়ের মমতা কল্যাণ ফাউন্ডেশনের রনি সূত্রধর, তারুণ্যের আলো সামাজিক সঙ্গে সহ সভাপতি মোজাম্মেল হোসেন, রানা সরকার, সিদ্দিকা, এনামুল হাসান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সারাদেশে নারী নির্যাতনের সাথে যারা জড়িত তাদেরকে গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় এনে ফাঁসি কার্যকর করা হোক, অভিভাবক যারা আছেন তারা তাদের নিজ নিজ সন্তানকে মৌলিক শিক্ষা দিবেন যাতে ওরা অন্যায়ের সাথে লিপ্ত হতে না পারে। মানব বন্ধন টির সার্বিক সহযোগিতায় ছিলেন তারুণ্যের আলো সামাজিক সংঘ, কাপাসিয়া গাজীপুর, রক্তদান সেবাসংঘ, কাপাসিয়া গাজীপুর,কাপাসিয়া পাঠক ফোরাম (এগারজন)।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here