
পিবিআই কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ গ্রহন, হয়রানীর অভিযোগ
ডেইলি গাজীপুর প্রতিবেদক : প্রবাস জীবনের দশ বছরের কষ্টার্জিত অর্থে একটু সুখের আশায় দেশে ফিরে বিয়ে করে প্রতারিত হয়ে সর্বস্ব হারিয়ে মামলা, জেল-জুলুম, হুলিয়া এবং পিবিআই তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ বাবুল হোসেনের ঘুষ বাণিজ্য ও ভয়-ভীতি মাথায় নিয়ে কাওছার নামক এক যুবক তার পিতা-মাতা ও পরিবারের সদস্যদের নিয়ে ২৭ মে সোমবার সকালে কাপাসিয়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেছে।
গাজীপুরের কাপাসিয়া উপজেলার দূর্গাপুর ইউনিয়নের চাটারবাগ গ্রামের দরিদ্র কৃষক আবুল কাশেমের সৌদি প্রবাসী পুত্র মোঃ কাওছার উপস্থিত সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্যে বলেন, তার বিবাহিত জীবনে প্রতারিত হয়ে উল্টো ষড়যন্ত্র ও হয়রানীমূলক মামলা এবং পিবিআই কর্মকর্তা এসআই মোঃ বাবুল হোসেনের টাকার বিনিময়ে প্রতিবেদন প্রদান করেছেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগে করেন। এ ব্যাপারে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ বাবুল হোসেনের কাছে মোবাইল ফোনে জানতে চাইলে বিষয়টি তিনি এড়িয়ে কোন কথা থাকলে সাংবাদিকদের অফিসে যেতে বলেন।
কাওছার জানান, দীর্ঘ ১০ বছর চাকুরী সুবাদে সৌদি আরবে ছিলেন। বিগত ২৬/১১/২০১৭ইং তারিখে ৩ লাখ টাকা দেনমোহরানা ধার্য্য করে রেজিষ্ট্রি কাবিনমূলে ইসলামি শরাশরিয়ত মোতাবেক পাশ^বর্তী দেইলগাঁও গ্রামের মোতাহার হোসেনের কন্যা ইয়াসমিনকে বিবাহ করে। বিবাহের পর তাদের সংসার ভালোমতেই চলছিল। সংসারের একটু সুখের কথা চিন্তা করে সে বিগত ৮/৪/২০১৮ইং তারিখে ভালো বেতনে ইরাক চলে যায়। বিদেশ যাবার সময় তার স্ত্রী ইয়াসমিনকে তাদের বাড়িতে পিতা-মাতার সাথে রেখে যায়। চলে যাবার পর পরই তার বিবাহিত স্ত্রী সম্পর্কে লোকমুখে এবং পিতা-মাতার নিকট থেকে নানা অপকথা শুনতে থাকেন। গোপনে তার শাশুড়ি তছিরন বেগম তার কন্যা ইয়াসমিনকে একটি মোবাইল ফোন সেট দিয়ে যায়। এই মোবাইল ফোনের মাধ্যমে সে অজ্ঞাতনামা লোকের সাথে প্রায়ই কথা বলতো। পরে সে জানতে পারে, প্রতিবেশী রাণীগঞ্জের হাবিবুল্লাহ ওরফে হাবিবের বখাটে ছেলে শাকিলের সাথে তার স্ত্রী ইয়াসমিন পরকিয়ায় লিপ্ত। গত ২২/৪/২০১৮ইং তারিখ হঠাৎ ভোরে বাড়ির কাউকে কিছু না বলে তার পিতার বাড়িতে চলে যায়। যাবার সময় সে মূল্যবান কাপড়-চোপড়, ৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ৭০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। ঘটনা জানার পর কাওছার ২৬/৪/২০১৮ইং তারিখে বিদেশ থেকে দেশে ফিরে আসেন এবং ২৮/৪/২০১৮ইং তারিখে তার স্ত্রীকে ফিরিয়ে আনতে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে তার শশুড়বাড়িতে যায়। কিন্তু তার শাশুড়ি পূর্বের ন্যায় ৫ লাখ টাকা যৌতুক দাবী করে। অন্যথায় সে শশুড়বাড়িতে যাবেন না। এর আগেও কাওছারের নিকট শশুড়-শাশুড়ি এলাকার চাঁন মিয়া চানুর মাধ্যমে মোটা অংকের টাকা যৌতুক দাবী করেন। সে স্ত্রীকে তার পূর্ণ মর্যাদা দিয়ে তার বাড়িতে রাখার অঙ্গিকার এবং ফিরিয়ে আনার জন্য বার বার চেষ্টা করে ব্যর্থ হয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ কার্যালয়ের গ্রাম্য আদালতে নালিশ করেন। পরিষদের নোটিশেও ইয়াসমিন ও তার পরিবার গ্রাম্য আদালতে হাজির হয়নি। পরিষদের পরামর্শে নিরোপায় হয়ে কাওছার গত ২৯/৫/২০১৮ইং তারিখে তার স্ত্রীকে ফিরিয়ে আনতে গাজীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা (নং- ৪০/১৮) দায়ের করেন। তাতেও কোন কাজ হয়নি। আদালতকে তোয়াক্কা না করে পরকিয়ায় লিপ্ত হয়ে সে প্রতিবেশী শাকিল নামের এক বখাটে ছেলের সাথে ঘুরে বেড়ায় বলে জানা যায়। বাড়ি থেকে চলে যাবার ৭ মাস পর উল্টো পিতা-মাতাসহ কাওছারের বিরুদ্ধে মনগড়া অভিযোগ এনে যৌতুক মামলা (নং- ৩৯২/১৮, তারিখ- ১৫/১০/২০১৮ইং) দায়ের করে। আদালত মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), গাজীপুর’কে তদন্ত করার জন্য দায়িত্ব প্রদান করেন।
কাওছার আরো বলেন, আমার স্ত্রী ইয়াসমিন স্বেচ্ছায় ২২/৪/২০১৮ইং তারিখে বাড়ি হতে কাউকে কিছু না বলে চলে যাবার ৪ দিন পর আমি বিদেশ থেকে দেশে আসি। ২৬/৪/২০১৮ইং তারিখে দেশে ফিরে আসার দিনে ঘটনা সাজিয়ে ষড়যন্ত্র ও হয়রানীমূলক মামলা দায়ের করে। মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই’র এসআই মোঃ বাবুল হোসেন তদন্তকালে এলাকার একাধিক লোকজন বলেছে, আমার স্ত্রী ইয়াসমিন স্বেচ্ছায় বাড়ি থেকে চলে গেছে। পিবিআই কর্মকর্তা স্বাক্ষীদের বক্তব্য আমলে না নিয়ে সম্পূর্ণ উদ্দেশ্যমূলক ভাবে আসল ঘটনা আড়াল করে আদালতে মিথ্যা প্রতিবেদন জমা দেয়। তদন্ত চলাকালে পিবিআই কর্মকর্তা বাবুল হোসেন আমাকে তার গাজীপুরের অফিসে ডেকে নিয়ে আটক করে এবং আমার পক্ষে রির্পোট দেয়ার জন্য ৫০ হাজার টাকা দাবী করেন। টাকা না দিলে আমাকে ইয়াবা টেবলেট দিয়ে মাদক মামলায় জড়িয়ে ক্রসফায়ার দিবে বলে ভয়-ভীতি প্রদশর্ণ করেন। নিরোপায় হয়ে বাড়ির একটি পোয়াগাছ বিক্রি করে ৯ হাজার ৮ শত টাকা ওই কর্মকর্তার হাতে দিতে বাধ্য হই। জোরপূর্বক বাবুল হোসেন আমার নিকট থেকে সাদা কাগজে স্বাক্ষর রাখেন এবং এই ঘটনাটি কারো কাছে বলতে নিষেধ করেন। মামলার হাজিরার দিনে পিবিআই’র এসআই বাবুল হোসেন আমার স্ত্রী ইয়াসমিনকে মোটরসাইকেল যোগে গাজীপুর আদালতে নিয়ে আসে এবং কিছুক্ষণ পর দেখতে পাই আমার স্ত্রীকে নিয়ে পাশের হোটেলে খেতে বসে। ওই কর্মকর্তার সাথে আমার স্ত্রী’র সখ্যতা দেখতে পাওয়ায় তারা আমার সাথে উপহাস ও হাসাহাসি করে।
কাওছার তার লিখিত বক্তব্যে আরো বলেন, আমার স্ত্রীর বড়বোন পারভীন কে ২০১১ সালে উপজেলার তরগাঁঁও গ্রামের নাসির উদ্দিনের পুত্র মালয়েশিয়া প্রবাসী মোমেন এর নিকট বিয়ে দেয়। বর্তমানে ইয়াসমিনও তার স্বামীর টাকা পয়সা আত্মসাৎ করে পিতা-মাতাসহ বাড়িঘর ছেড়ে উধাও হয়ে গেছে। তার স্বামী বার বার উকিল নোটিশ করেও তাকে ফিরিয়ে আনতে পারছেন না। বিয়ের পর থেকেই আমার শশুড় তার বড় মেয়ের স্বামীর নিকট থেকে নানা অজুহাতে প্রায় সাড়ে ৭ লাখ টাকা নিয়ে আত্মসাৎ করেন বলে কাওছার অভিযোগ করেন। এ ছাড়া বিয়ের পর আমার স্ত্রীর গর্ভে সন্তান আসে। বড়বোনের কুপরামর্শে আমার স্ত্রী তার গর্ভের সন্তান নষ্ট করে ফেলে। এ ব্যাপারে আপত্তি করলে আমার শশুড় ঘটনার সত্যতা স্বিকার করে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ষ্ট্যাম্পের মাধ্যমে মোচলেকা দেয়। আমার শশুড় মোতাহার একজন দুষ্ট ও টাউট প্রকৃতির লোক। দীর্ঘদিনের বিদেশের আয় রোজগার দিয়ে একটি স্বপ্নের সংসার গড়তে চেয়েছিলাম। সহজ-সরল বিশ^াসে বিয়ে করে প্রতারিত হয়েছি। সর্বস্ব হারিয়ে আমি আজ দিশেহারা। পরকিয়ায় আসক্ত আমার স্ত্রী অন্য পুরুষের সাথে চলে গিয়ে উল্টো আমার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। কোন অপরাধ না করেও আমি আজ আদালতের কাঠগড়ায়। বর্তমানে আমি চরম নিরাপত্তাহীনতায় ভূগছি। আমি এ বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।






