আসাদুল্লাহ মাসুম,কাপাসিয়া(গাজীপুর) প্রতিনিধি: কাপাসিয়া উপজেলার ভেংঙ্গুরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের ও জাতীয় দিবস পালন না করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন অভিভাবক ও এলাকাবাসি।

প্রধান শিক্ষক হেলেনা আক্তার বলেন, অভিযোগ করেছে কিনা আমি জানি না। আমি বর্তমানে জয়দেবপুরে প্রশিক্ষণে আছি।
উপজেলা নির্বাহী অফিসার মোসা: ইসমত আরা জানান, আমার কাছে এলাকাবাসি লিখিত অভিযোগ করেছে। শিক্ষা অফিসার কে তদন্ত করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।
উপজেলা শিক্ষা অফিসার মো: মাহবুবুর রহমান বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।