Daily Gazipur Online

কাপাসিয়ায় প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি চলছে

আসাদুল্লাহ মাসুম,কাপাসিয়া(গাজীপুর) প্রতিনিধি : বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের সিন্ধান্ত অনুযায়ী কাপাসিয়া উপজেলা প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ কেন্দ্রীয় কর্মস‚চির অংশ হিসেবে দুই ঘণ্টা কর্মবিরতি পালন করা হয়েছে।
১৪ অক্টোবর থেকে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১১তম ও প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন নির্ধারণের জন্য প্রাথমিক বিদ্যালয়ে দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেন শিক্ষরা।
কাপাসিয়া উপজেলা প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ বলেন, কাপাসিয়া উপজেলার ১৭৯টি প্রাথমিক বিদ্যালয়ে ১৪ অক্টোবর থেকে দুই ঘণ্টা কর্মবিরতি, ১৬ অক্টোবর অর্ধ দিবস কর্মবিরতি পালন করা হবে। এর মধ্যে দাবি আদায় না হলে আগামী ২৩ অক্টোবর বুধবার ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার কর্মস‚চি চলবে।
উপজেলা শিক্ষা অফিসার মো. মাহবুবুর রহমান জনান, শিক্ষকদের দাবি আদায়ের জন্য কর্মস‚চি পালন করছে। আমরা শিক্ষকদের শ্রেণি কক্ষে অবস্থান করার জন্য বলেছি। এবং বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।