কাপাসিয়ায় ভাড়াটিয়াদের মার্চ মাসের ভাড়া মওকুফ করলেন কাজলে নেতা

0
196
728×90 Banner

আসাদুল্লাহ মাসুম, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : করোনা আতঙ্কের এই কঠিন পরিস্থিতিতে মানবিক দিক বিবেচনা করে মহানুভবতার এক দৃষ্টান্ত স্থাপন করেছেন কাপাসিয়ার বীর উজলী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আ’লীগ নেতা এজে এম সায়েম (কাজল নেতা) ভাড়াটিয়াদের মার্চ মাসের ভাড়া মওকুফ করলেন।
তিনি গতকাল রাতে এক মাসে দোকান ভাড়া প্রায় ৬০ হাজার টাকা মওকুফের ঘোষণা দিয়েছেন এই সংকটের সময় শতাধিক দোকানের মালিকের কাছ থেকে ভাড়া নেবেন না।
তিনি টোক ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাবেক সহ সভাপতি ও বীর উজলী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন।
কাজল নেতা বলেন, আমার নিজস্ব জায়গার ওপর অবস্থিত, ছোট /মাঝারি ২০ জন ব্যবসায়ীদের জন্য আমার নামে প্রতিষ্ঠিত বীর উজলী বাজারে ‘কাজল নেকা মার্কেট ‘ এর দোকানের ভাড়া আগামী এক মাসের জন্য মওকুফ করা হয়েছে। ব্যবসায়ীদের পরিবার-পরিজন এর কথা চিন্তা করে তারা যেন এলাকাবাসীর কাছে নায্য মূল্যে মালামাল বিক্রি করেন। আমি এই ব্যাপারটি প্রচার করতে চাই নাই।মূলত আমাদের বাজারে দোকান মালিকরা যাতে উৎসাহিত হন এবং তাদের ভাড়াটিয়াদের প্রতি সদয় হন তার জন্য এটি প্রচার করেছি।করোনা মোকাবিলায় আমাদের প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা। এই দুঃসময়ে আমরা একে ওপরের পাশে দাঁড়াবো। এবং আমাদের পাশের অন্য মানুষটিকে এই মহামারী সম্পর্কে সচেতন করে তুলবো।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here