কাপাসিয়ায় শিশু ও নারী অধিকার সুরক্ষায় র‌্যালি

0
222
728×90 Banner

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : গড়তে শিশুর ভবিষ্যত স্কুল হবে নিরাপদ স্লোগানে তথ্য মন্ত্রণালয় ও ইউনিসেফ এর আয়োজনে শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে শনিবার বিকাল ৪টায় গাজীপুরের কাপাসিয়া শহরে অর্ধ সহস্রাধিক শিশুদের নিয়ে র‌্যালি অনুষ্ঠিত হয়।
তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও জাতীয় প্রকল্প পরিচালক মো. আজহারুল হক, যুগ্ম প্রধান আনছার আলী, ইউএনও মোসা. ইসমত আরা, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আমানত হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আয়োজনে কাপাসিয়ায় কর্মরত সাংবাদিকদের তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা সমাপন অনুষ্ঠানে অতিরিক্ত সচিব ও জাতীয় প্রকল্প পরিচালক মো. আজহারুল হক সাংবাদিক হাতে সনদপত্র তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় গণমাধ্যম ইনষ্টিটিউট এর প্রশাসন ও উন্নয়নের পরিচালক মোহাম্মদ মনজুরুল আলম, সাবেক এমপি মুহম্মদ শহীদুল্লাহ, গাজীপুর সাংবাদিক ইউনিয়ন সভাপতি আতাউর রহমান, প্রমুখ ।পরে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা হয়।
অতিরিক্ত সচিব ও জাতীয় প্রকল্প পরিচালক মো. আজহারুল হক বলেন, নারী ও শিশু দেশের জনগোষ্ঠীর অর্ধেক । বঙ্গবন্ধুর কাংখিত সোনার বাংলা গড়তে এবং ১৯৪১ সালে উন্নত দেশ গড়তে হলে নারী ও শিশুদের এগিয়ে নিয়ে যেতে হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here