Daily Gazipur Online

কাপাসিয়ায় সংবাদকর্মীদের ৩দিনের প্রশিক্ষণ কর্মশালা

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এর সার্বিক ব্যবস্থাপনায় গাজীপুরের কাপাসিয়ায় তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। গতকাল ২৮ মার্চ বৃহস্পতিবার দিনব্যাপি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সভাকক্ষে হয়েছে।
এ কর্মশালার উদ্বোধন করেন জাতীয় গণমাধ্যম ইনষ্টিটিউট এর প্রশাসন ও উন্নয়নের পরিচালক মোহাম্মদ মনজুরুল আলম। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি’র) প্রশিক্ষক পারভীন সুলতানা রাব্বি সংবাদকর্মীদের দিনব্যাপি প্রশিক্ষণ দেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, সাবেক এমপি মুহাম্মদ শহীদুল্লাহ, জেলা তথ্য অফিসার মুহাম্মদ জালাল উদ্দিন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোহাম্মদ আব্দুর রহিম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. আবু হাসান মোস্তফা,কর্মশালার পরিচালক মো: আবুজার গাফফারী, সহকারী প্রোগ্রামার দেওয়ান আশরাফুল ইসলাম, সহকারী পরিচালক আসিফ মোহাম¥দ, প্রবীণ সাংবাদিক তমীজ উদ্দিন খোকা, প্রেস ক্লাবের সহ সভাপতি সাইফুল ইসলাম শাহিন, সাধারণ সম্পাদক শামসুল হুদা লিটন, সদস্য নুরুল আমীন সিকদার, সাংবাদিক হাবিবুর রহমান, মনজুরুল হক, সাইদুল ইসলাম রনি, শরিফ সিকদার, আসাদুল্লাহ মাসুম, কাইয়ুম, শাকিল হাসানসহ জেলা ও উপজেলার ৩৬ জন সংবাদকর্মী প্রশিক্ষণে অংশ্রহণ করেন। কর্মশালা শনিবার ৩০ মার্চ শেষ হবে।