কাপাসিয়ায় সুদের কারবারি শিউলী বাহিনীর সন্ত্রাসী হামলার বিরুদ্ধে মানববন্ধন

0
263
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের কাপাসিয়ায় সুদের কারবারি শিউলী বাহিনীর সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে দরিদ্র অসহায় মানুষ ১৩ জুলাই শনিবার বিকালে কাপাসিয়া প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে। এ ব্যাপারে কাপাসিয়া সদর ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের আবুল কাশেম সম্প্রতি শিউলী বেগম ও তার সহযোগি মানিক, খোকা ও জজ মিয়ার বিরুদ্ধে কাপাসিয়া থানায় সাধারণ ডায়রী করেছে।
মানববন্ধনে বক্তারা জানান, কাপাসিয়া মধ্যপাড়ার সেতু এলাকায় বসবাসরত শিউলী বেগম র্দীঘদিন যাবত সমিতির নামে এলাকায় সুদের ব্যবসা করে বেড়াচ্ছে। দরিদ্র অসহায় দিনমজুর কোন কারণে সমিতি ছেড়ে চলে যেতে চাইলে তার নিজস্ব সন্ত্রাসী বাহিনী তাদের উপর নির্যাতন চালায়। গত ২ জুলাই রাতে সেতু এলাকায় হিরনের চায়ের দোকানে অবস্থানরত আবুল কাশেমের উপর শিউলী ও তার বাহিনী হামলা চালায়। এক পর্যায়ে শিউলী বেগম জোরপূর্বক আবুল কাশেম এবং তার স্ত্রী জোছনা বেগমের নিকট থেকে নন জুডিসিয়াল সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেয়। এ ছাড়া মানববন্ধনে শিউলীর আপন ভাই হাদিউল ইসলাম তার বিরুদ্ধে মাদক ব্যবসাসহ নানা অপকর্মের বিরুদ্ধে বক্তব্য উপস্থাপন করেন।
তারা বলেন, শিউলী বেগম ওরফে কাইল্যা শিউলী আমাদের জীবনটা বিষিয়ে তুলেছে। তার বিরুদ্ধে কেউ কোন প্রতিবাদ করলেই তাদের উপর নির্যাতন নেমে আসে। বার বার থানা পুলিশে অভিযোগ করলেও কোন কাজ হচ্ছে না। এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন আবুল কাশেম, বাদল, জোছনা বেগম, তুলসী বেগম, রাবেয়া বেগম, রোকেয়া বেগম, বাবুল মিয়া, তারা মিয়া, হিরন মিয়া প্রমূখ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here