কাপাসিয়ায় স্ত্রী’কে গলা টিপে হত্যা চেষ্টা-শাশুড়ি হামলার শিকার : স্বামী গ্রেফতার

0
282
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : বখাটে স্বামী ইব্রাহীম শেখ (৩৫) স্ত্রী তাহমিনা আক্তারের (২৭) নিকট টাকা চেয়ে না পেয়ে গলা টিপে হত্যা চেষ্টা চালায়। বাধা দিলে শাশুড়ি মমতাজ বেগমের উপর হামলা চালিয়ে পিটিয়ে মারাত্বক ভাবে জখম করে এবং আড়াই বছরের শিশু তাহমিদকে ছি
য়ে নেয়ার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত ১৮ মার্চ, সোমবার সকালে গাজীপুরের কাপাসিয়া সদরের রায়নন্দা গ্রামে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে লিয়াকত আলী বাদী হয়ে রাতেই ৪ জনকে আসামি করে কাপাসিয়া থানায় একটি মামলা দায়ের করেছে। পরে রাতেই থানা পুলিশ ইব্রাহীমকে গ্রেফতার করে মঙ্গলবার গাজীপুর আদালতে পাঠিয়েছে।
মামলার বিবরনে জানা যায়, উপজেলা সদরের রায়নন্দা গ্রামের দলিল লিখক লিয়াকত আলীর কন্যা তাহমিনা আক্তারকে গত ২০০৮ সালে পাশর্^বর্তী খোদাদিয়া গ্রামের আঃ ওহাব শেখের পুত্র ইব্রাহীমের সাথে বিবাহ দেয়া হয়। বিয়ের পর থেকেই ইব্রাহীম স্থায়ী কোন আয়-রোজগার না করে শশুড় ও স্ত্রীর উপর নির্ভর করে। এক পর্যায়ে বনিবনা না হওয়ায় তাহমিনা আক্তার পিতার বাড়িতে বসবাস করে এবং ইতোমধ্যে তাদের একটি পুত্র সন্তান জন্ম নেয়। নিরুপায় হয়ে তাহমিনা পিতার পরামর্শে কাপাসিয়া সাব-রেজিস্ট্রি অফিসের সামনে একটি কম্পিউটার ও ফটোকপির দোকান দিয়ে কোন রকমে জীবনযাপন করছে। ইব্রাহীম প্রায়ই এসে চাঁপ সৃস্টি করে এবং টাকা নিয়ে যায়। ইব্রাহীম গত ১৮ মার্চ সোমবার সকাল ১১টার দিকে শশুড়বাড়িতে গিয়ে স্ত্রী তাহমিনার নিকট ৫ হাজার টাকা দাবী করে। টাকা না পেয়ে লাঠি দিয়ে স্ত্রীকে এলোপাথারী পিটিয়ে হাত, শরীর ও বিভিন্ন স্থানে মারাত্বক ভাবে জখম করে এবং গলা টিপে ধরে। এক পর্যায়ে শাশুড়ি মমতাজ বেগম বাধা দিলে তার উপর হামলা চালায় এবং দা দিয়ে মাথায় কোপ দিয়ে মারাত্বক রক্তাক্ত জখম করে। এ সময় তার গলার একটি এক ভরি ওজনের স্বর্ণের চেইন এবং ওয়াড্রপের গøাস ভেঙ্গে ৫০ হাজার টাকা চুরি করে তাদের পুত্র সন্তান তাহমিদ হাসানকে নিয়ে মোটর সাইকেল যোগে দ্রæত পালিয়ে যায়।
এ ব্যাপারে ইব্রাহীম শেখ, পিতা আঃ ওহাব শেখ (৫৮), তার স্ত্রী মিনারা খাতুন (৫২) ও কন্যা রুনা আক্তার রানু’র বিরুদ্ধে কাপাসিয়া থানায় মামলা (নং-২০), ১৯/৩/২০১৯ইং দায়ের করা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here