
ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের কাপাসিয়ায় ‘জীবন রক্তদান সংঘ’র উদ্যোগে রমিজা হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনায় বিনামূল্যে রক্তের গ্রপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়েছে। ২০ মার্চ, বুধবার সকাল থেকে দিনব্যাপি ভাকোয়াদী উচ্চবিদ্যালয় প্রাঙ্গনে এ কর্মসূচিতে ৫’শ জনের রক্তের গ্রুপ নির্ণয় এবং ৩’শ জনকে নতুন সদস্য হিসাবে অন্তর্ভ‚ক্ত হয়।
‘জীবন রক্তদান সংঘ’র সভাপতি কাউসার ভ‚ঁইয়া’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামীম সিকদারের পরিচালনায় কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুহাম্মদ আবদুল রহিম, রমিজা হাসপাতালের মার্কেটিং কর্মকর্তা জাকির হোসেন, রাজু, শামীম আহমেদ, হালিম খান, মেহেদি মিয়া, হৃদয় হোসেন, আরফান শেখ, নাঈম সরদার, জুয়েল সরকার, আতিকুজ্জামান, আসিফ ভ‚ঁইয়া, মাদব দাস, তানজিদ প্রমূখ। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার ছিল বিজয় টিভি, খোলা কাগজ, এই সময়, সময়ের সুর, কলকাতা টিভি।
