আসাদুল্লাহ মাসুম কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ রানীগঞ্জ কাপাসিয়া সড়কে তেতুলিয়া নামক স্থানে মোটরসাইকেল আরোহী সহোদর দুই ভাই খোরশেদ আলম(৩২) ও সুবাহান(৪৫)গাছের সাথে ধাক্কা লেগে মারাত্নক ভাবে আহত হয়। পহেলা জুন বিকেল ২টায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা আহত দুই ভাইকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেস কাপাসিয়া জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা: মাহমুদা ফেরদৌসি তাদের মৃত ঘোষণা করেন।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।
নিহত খোরশেদ আলম ও সুবাহান ফুলবাড়িয়া গ্রামের মৃত আব্দুল রশিদের ছেলে। খোরশেদ আলম সৌদি প্রবাসী। এক মাস পূর্বে পার্শবর্তী জামালপুর গ্রামে বিয়ে করেন। একই পরিবারের দুই জনের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।