Daily Gazipur Online

কাপাসিয়ায় সড়ক দূর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যু

আসাদুল্লাহ মাসুম কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ রানীগঞ্জ কাপাসিয়া সড়কে তেতুলিয়া নামক স্থানে মোটরসাইকেল আরোহী সহোদর দুই ভাই খোরশেদ আলম(৩২) ও সুবাহান(৪৫)গাছের সাথে ধাক্কা লেগে মারাত্নক ভাবে আহত হয়। পহেলা জুন বিকেল ২টায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা আহত দুই ভাইকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেস কাপাসিয়া জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা: মাহমুদা ফেরদৌসি তাদের মৃত ঘোষণা করেন।

নিহতের চাচাতো ভাই আবুল কালাম আজাদ জানান, পবিত্র ঈদুল ফিতরের কেনাকাটার জন্য আমার দুই ভাই ফুলবাড়িয়া থেকে কাপাসিয়া বাজারে যাওয়ার পথে মারাত্নক ভাবে আহত হয়।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।
নিহত খোরশেদ আলম ও সুবাহান ফুলবাড়িয়া গ্রামের মৃত আব্দুল রশিদের ছেলে। খোরশেদ আলম সৌদি প্রবাসী। এক মাস পূর্বে পার্শবর্তী জামালপুর গ্রামে বিয়ে করেন। একই পরিবারের দুই জনের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।