কাপাসিয় (গাজীপুর) প্রতিনিধিঃ কাপাসিয়া উপজেলায় ১৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে ২০১৯-২০ অর্থ বছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মাঝে মাসকলাই ফসলের বীজ ও সার বিতরণ করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার বসাক জানান, কৃষকদের মাঝে ৫ কেজি বীজ এবং ৫ ও ১০ কেজি করে করে মোট ১৫ কেজি সার বিতরণ করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. ইসমত আরার সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শহীদুল্লাহ, উপ সহকারী উদ্ভিদবীদ কমর্কর্তা মোখলেছুর রহমান প্রমুখ।