Daily Gazipur Online

কাপাসিয়া উপজেলা পরিষদে নির্বাচিতদের সংবর্ধনা

আসাদুল্লাহ মাসুম, কাপাসিয়া(গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী অ্যাড: আমানত হোসেন খান, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার কে বিজয় উত্তর সংবর্ধণা দিয়েছে টোক ইউনিয়ন আওয়ামীলীগ। ২৯ মার্চ বিকেলে দলীয় কার্যালয়ের সামনে সংবর্ধনা অনুষ্ঠান হয়।
ইউনিয়ন আ’লীগ সভাপতি এম এ জলিলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মফিজ উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন নবনির্বাচিত চেয়ারম্যান গাজীপুর জেলা আ’লীগের সহ সভাপতি অ্যাড: আমানত হোসেন খান, উপজেলা আ’লীগের সভাপতি মুহাম্মদ শহীদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিন আকবর মুঞ্জুু, সদস্য এস এম ইকবাল হোসেন, ইউনিয়ন আ’লীগের সহ সভাপতি আব্দুল কাদির মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক দেবাংশ কুমার পাল বারিন, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন বারেক, যুবলীগ সভাপতি আমান উল্লাহ, সাধারণ সম্পাদক কামাল শাহরিয়ার, কৃষকলীগ সভাপতি আলাউদ্দিন, শ্রমীকলীগ সভাপতি অমরঞ্জন টিটু, ছাত্রলীগ সভাপতি সেলিম রহমান, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন রনি, কলেজ শাখার সভাপতি আকবর হোসেন, মসজিদের ইমাম, বিদ্যালয়ের শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আমানত হোসেন বলেন, টোকের মানুষ সবসময়ই নৌকায় বেশি ভোট দেয় উন্নয়ন পায় কম। আমরা মাননীয় সংসদ সদস্য সিমিন হোসেন রিমি আপার সাথে পরামর্শ করে কোন ওয়ার্ডে কোন কাজ বাকি রয়েছে কোন কাজটি আগে করতে হবে তা তালিকা তৈরী করে উন্নয়ন করব। সিমিন হোসেন রিমি’র নেতৃর্তে¦ কাপাসিয়ার সকল উন্নয়ন সম্পূর্ণ করব। আপনারা যেমনি ভাবে ভোট দিয়েছে তেমনি ভাবে দোয়া করবেন। উপজেলা পরিষদ সকলের আপনারা সেখানে যাবেন। যদি কোন ভুল করি তাহলে ধরিয়ে দিবেন। রাস্তা বা চা স্টলে না বলে আমাদেরকে বলবেন।