কাবুলে গুলি ও আত্মঘাতী বোমা হামলায় নিহত ২০, আহত ৫০

0
228
728×90 Banner

ডেইলি গাজীপুর আর্ন্তজাতিক: আফগানিস্তানের রাজধানী কাবুলে এক ভাইস প্রেসিডেন্ট প্রার্থীর কার্যালয়ের সামনে আত্মঘাতী বোমা হামলা ও গুলিবর্ষণের ঘটনায় অন্তত ২০ জন নিহত ও ৫০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
আফগান সরকার সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, ভাইস প্রেসিডেন্ট প্রার্থী আমরুল্লাহ সালেহর কার্যালয়ের সামনে গত রোববার ওই সন্ত্রাসী হামলা হয়।
দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানির সহযোগী ও ভাইস প্রেসিডেন্ট প্রার্থী আমরুল্লাহ সালেহ এ হামলায় সামান্য আহত হয়েছেন। দুই মাসব্যাপী নির্বাচনী প্রচারের শুরুতেই হামলার শিকার হলেন আমরুল্লাহ সালেহ। আগামি ২৮ সেপ্টেম্বর আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।
তবে এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। তবে তালেবান ও দায়েশ এ ধরনের হামলা চালিয়ে থাকে।
আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসরাত রহিমি জানান, ছয় ঘণ্টাব্যাপী এক অভিযানে হামলাস্থল থেকে দেড় শতাধিক মানুষকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি হয়। এতে চার সন্ত্রাসী নিহত হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here