কামারখন্দে ট্রেনের সাথে মুখমুখি সংঘর্ষ নিহত ৩

0
216
728×90 Banner

আবির হোসাইন শাহিন: সিরাজগঞ্জের কামারখন্দে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন ৩ জন আহত ৩ চালক।দুপুর ১.৫০ মিনিটের দিকে শ্যালো ইঞ্জিনচালিত নসিমন ট্রেনের রাস্তা পারাপারের সময় অপরদিকে কলকাতা থেকে ছেরে আসা ঢাকাগামি মইত্রি এক্সপ্রেস ট্রেনটির মুখমুখি সংঘর্ষ হয়।এ সময় গুরু বোঝাই নসিমনে থাকা চালকসহ ৩ জনের মৃত্যু ঘটনাস্থলে মৃত্যু হয় । এ সময় আরও ৩ জন গরুর ব্যাপারী আহত ছাড়াও মারা গেছে ২টি গরু। নিহতরা হলেন, ভুটভুটির চালক কামারখন্দ বড়কুড়া গ্রামের রহম আলীর ছেলে সূর্য্য মিয়ার (৩৫) নাম জানা গেলেও অপর ২ গরু ব্যাপারীর নাম জানা যায়নি। আজ দুপুর দেড়টার দিকে কামারখন্দ উপজেলার কয়েলগাতি নামক স্থানে এ ঘটনা ঘটে। উল্লাপাড়া ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার নাজির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও বলেন, ঘটনার সময় গরু বোঝাই ভুটভুটিটি অরক্ষিত রেলক্রসিং অতিক্রম করছিল। একই সময়ে কলকাতা থেকে ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি সেখানে পৌছে ভুটভুটিকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই ভুটভুটির চালক ও ২টি গরু মারা যায়। আহত অবস্থায় স্থানীয়রা ৫ ব্যাপারীকে উদ্ধার করে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করেন। সেখানে নেয়ার পর গরুর ২ ব্যাপারীর মৃত্যু হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here