Daily Gazipur Online

কামারখন্দে দুই শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে

ডেইলি গাজীপুর প্রতিবেদক: সিরাজগঞ্জের কামারখন্দে কুটিরচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৩য় শ্রেণির দুই শিশু ছাত্রকে যৌন হয়রানী (বলাৎকার) করার অভিযোগ উঠেছে বিদ্যালয়টির সহকারী শিক্ষক সাইফুল ইসলামের বিরুদ্ধে। ঘটনা জানাজানি হওয়ার পর গাঢাকা দিয়েছেন শিক্ষক সাইফুল ইসলাম। যৌন হয়রানীর শিকার দুই স্কুল ছাত্রের পরিবার ও এলাকাবাসী শিক্ষকের শাস্তি দাবী করেছেন। দুই স্কুল ছাত্রের পরিবার অভিযোগ করে বলেন, গত তিন মাস যাবত সহকারী শিক্ষক সাইফুল ইসলাম ৩য় শ্রেণির দুই ছাত্রকে কৌশলে ডেকে নিয়ে জোরপূর্বক যৌন হয়রানী করে আসছে। এ ঘটনা কাউকে না বলার জন্য বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখানো হয়েছে। ঘটনাটি জানালে তাদের মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। ছাত্ররা ছোট হওয়ায় ভয়ে অভিভাবকের কাছে ঘটনাটি প্রকাশ করার সাহস পায়নি।
গত ২১ জানুয়ারী বিদ্যালয়ের ছাত্ররা পাবনায় স্কাউট ক্যাম্পে যায়। সেখানে এক ছাত্র যৌন নির্যাতনের শিকার অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। অপর এক ছাত্রকে যৌন হয়রানী করতে না দেয়ায় বিদ্যুতের তার দিয়ে আঘাত করে তাকে রক্তাক্ত জখম করা হয়েছে। গত দুই দিন ধরে ঘটনাটি জানাজানি হলে এলাকাজুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এর পর থেকে ওই শিক্ষক পলাতক রয়েছেন। বিদ্যালয়ের অভিভাবকরা সহকারী শিক্ষক সাইফুল ইসলামের অপসারন ও শাস্তি দাবী করেছেন। অভিযুক্ত শিক্ষক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রহমানের চাচাতো ভাই। তিনি ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন। কামারখন্দ উপজেলা শিক্ষা কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন জানান, আমাদের কাছে কেউ কোন অভিযোগ দেয়নি। শনিবার ওই বিদ্যালয়ে উপজেলা সহকারি শিক্ষা অফিসারকে পাঠানো হবে। কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম জানান, স্থানীয় সুত্রে ঘটনাটি জানার পর পুলিশ পাঠানো হয়েছিল। কিন্তু দুই ছাত্রের পরিবার মামলা দায়ের করবেন কি না তা তারা সিদ্ধান্ত নিতে পারেননি বলে আমাদের জানিয়েছেন। এব্যাপারে মামলা দায়ের করা হলে ব্যবস্থা নেয়া হবে।