Daily Gazipur Online

কারওয়ান বাজারে কলার আড়তের আগুন নিয়ন্ত্রণে

এস.এম.মনির হোসেন জীবন : রাজধানীর কারওয়ান বাজারস্থ জনতা টাওয়ারের পাশে একটি কলার আড়তে লাগা আগুন নিয়ন্ত্রনে এসেছে।
শনিবার দিবাগত রাতে রাজধানীর কারওয়ান বাজারে কলার আড়তে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে ।
আজ রোববার সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো: এরশাদ হোসাইন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শনিবার দিবাগত রাত ১০টা ৩৭ মিনিটের দিকে রাজধানীর কারওয়ান বাজারে জনতা টাওয়ারের পাশে একটি কলার আড়তে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট দ্রæত ঘটনাস্থলে পৌছে রাত পৌনে ১১টা ০৪ মিনিটের সময় আগুন নিয়ন্ত্রনে আসে। পরবর্তীতে ১১টা ১৫ মিনিটের সময় পুরোপুরি ভাবে আগুন নির্বাপন করা হয়।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। প্রাথমিক ভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান এখনও পর্যন্ত জানা যায়নি। এটি তদন্ত সাপেক্ষ বলা যাবে। এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) তেজগাও থানা ওসি (তদন্ত) মো: কামাল উদ্দিন বলেন, কারওয়ান বাজার হাফেজ খান মার্কেটের নিচ তলায় কলার আড়তে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।