কারিগরি শিক্ষায় ভাতের অভাব হয় না : প্রতিমন্ত্রী ফরহাদ

0
151
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, ‘বর্তমান চাকরি বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে কারিগরি শিক্ষার বিকল্প নেই। আপনারা আপনার সন্তানদের কারিগরি শিক্ষায় শিক্ষিত করেন। দেশে-বিদেশে কারিগরি শিক্ষার ব্যাপক চাহিদা আছে। চাকরি না হলেও নিজের জীবন জীবিকার প্রয়োজনে হাতে কলমে জানা কাজের প্রতিষ্ঠান খুলে বসা সম্ভব হয়। এতে নিজের ভাত কাপড়ের অভাব হবে না। সে প্রতিষ্ঠানে আরো বেকার মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে।’
শুক্রবার মেহেরপুরের মুজিবনগরে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। প্রতিমন্ত্রী আরো বলেছেন, সারাদেশে ১০০টি উপজেলাতে এই কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ করা হচ্ছে। তার মধ্যে মুজিবনগর একটি। মুজিবনগর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ নির্মাণে সরকারের ১৬ কোটি টাকা নির্মাণ ব্যয় হয়েছে।
মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জুমের মাধ্যমে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব আমিনুল ইসলাম খান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম সচিব নবীরুল ইসলাম খান, খুলনা বিভাগীয় প্রকৌশলী মারুফ আল ফারুকী।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here