

ডেইলি গাজীপুর প্রতিবেদক : অতীশ দীপংকর ইউনির্ভাসিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি,স্কিলড ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক অ্যসোসিয়েশন এবং পলিটেকনিক ইনস্টিটিউট আয়েজিত কারিগরী শিক্ষার মান উন্নয়নে বিশ্ববিদ্যালয় সমূহের ভূমিকা শির্ষক আলোচনা সভা আজ বুধবার গাজীপুরের সোনারতরী কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
অতীশ দীপংকর ইউনির্ভাসিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির উপচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতীশ দীপংকর ইউনির্ভাসিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির চেয়ারম্যান এ্যাডভোকেট লিয়াকত সিকদার। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাটির মানব অটিজম সংস্থার চেয়ারম্যান মো: কপিল মাহমুদ এবং টেলেন্টহাট চেয়ারম্যান মো: সাখাওয়াত হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. এম শাহীন খান প্রফেসর ঢাকা বিশ্ববিদ্যালয় ও সম্মানিত সদস্য বোর্ড অব ট্রাস্টিজ এডাস্ট, মো. জোনায়েত আহমেদ সম্মানিত সদস্য বোর্ড অব ট্রাস্টিজ এডাস্ট, প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল মান্নান প্রতিষ্ঠাতা ও পরিচালক এমআইএসটি, মো. শামীম সভাপতি গাজীপুর বিজ্ঞান কলেজ প্রকৌশলী, ইঞ্জিনিয়ার মো. জামাল হোসেন সভাপতি স্কিলড ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক অ্যাসোসিয়েশন বাংলাদেশ, মোহাম্মদ জায়দুল ইসলাম উপাধ্যক্ষ অর্থ প্রশাসন (ভারপ্রাপ্ত অধ্যক্ষ) সিটি পলিটেকনিক ইনস্টিটিউট ডুয়েট গাজীপুর।
