কারিতাস ঢাকার বিদায়ী আঞ্চলিক পরিচালককে ধন্যবাদ জ্ঞাপন এবং নবনিযুক্ত আঞ্চলিক পরিচালককে বরণ

0
142
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : কারিতাস ঢাকা অঞ্চলের অবসরপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক মি: জ্যোতি গমেজকে ধন্যবাদ জ্ঞাপন এবং নবনিযুক্ত আঞ্চলিক পরিচালক মি: সৌরভ রোজারিও কে বরণ অনুষ্ঠান আজ ২১ আগস্ট সোমবার ঢাকা আঞ্চলিক অফিসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন পরম শ্রদ্ধেয় আর্চবিশপ বিজয় এন. ডি’ ক্রুজ, ওএমআই, ঢাকা মহার্ধমপ্রদেশ, প্রেসিডেন্ট, সিবিসিবি, বিশেষ অতিথি পরম শ্রদ্ধেয় জেমস্ রমেন বৈরাগী, প্রেসিডেন্ট, কারিতাস বাংলাদেশ এবং বিশপ, খুলনা ধর্মপ্রদেশ, ফা. গাব্রিয়েল কোড়াইয়া, ভাইস-প্রেসিডেন্ট, কারিতাস বাংলাদেশ, ফা. লেনার্ড রিবেরু, সেক্রেটারি, সাধারণ পরিষদ, কারিতাস বাংলাদেশ, ফা. গাব্রিয়েল কোড়াইয়া, ভাইস-প্রেসিডেন্ট, কারিতাস বাংলাদেশ, রেভাঃ ফা. সুব্রত বি. গমেজ, আধ্যাত্মিক পরিচালক, কারিতাস ঢাকা অঞ্চল। সভাপতিত্ব করেন মি: সেবাষ্টিয়ান রোজারিও নির্বাহী পরিচালক, কারিতাস বাংলাদেশ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মি: জেমস গোমেজ, পরিচালক, মটস, মি: থিওফিল নকরেক, পরিচালক সিডিআই, মি: শিশির এ্যানজেলিও, পরিচালক কোর দ্যা জুট ওর্য়াকস্, কারিতাস ঢাকা অঞ্চলের আরপিইসি সদস্যবৃন্দ, মিজ. জোসনা মার্গারেট, সিনিয়র কর্মসুচি কর্মকর্তা, সিএইচএনএফপি, এবং কারিতাস ঢাকা অঞ্চলের আঞ্চলিক ও মাঠ পর্যায়ের কর্মীবৃন্দ। অবসর প্রাপ্ত আঞ্চলিক পরিচালক মি. জ্যোতি গমেজ ২৮ বৎসর কারিতাস বাংলাদেশে সেবা প্রদান করেন। তিনি ২১-২০২৩খ্রি: তারিখে কারিতাস থেকে অবসর গ্রহণ করেন। নবনিযুক্ত আঞ্চলিক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মি. সৌরভ রোজারিও। কারিতাস ঢাকা অঞ্চলের ৭ম আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ মি: সৌরভ রোজারিও।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here