
ডেইলি গাজীপুর প্রতিবেদক : দুই বছরেরও অধিক সময় ধরে কারান্তরীণ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ২৫ মার্চ সরকারের মহানুভবতায় মুক্তি পেয়েছেন। তার মুক্তির খবর শুনে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) করোনাভাইরাস মৌসুমের ভেতরেও ছুটে যান দলীয় নেতাকর্মীরা। নেত্রীকে খুশী করতে দেন স্লোগানও। তখন খালেদা সৌজন্যতার খাতিরে শুধু হাত নাড়লেও কারো সঙ্গে কোন কথা বলেননি।
পরবর্তীতে তিনি গুলশানের নিজস্ব বাসভবন ফিরোজাতে গেলে ভিড় করতে থাকেন দলীয় নেতাকর্মীরা। তবে সেখানে প্রবেশাধিকার নিয়ন্ত্রিত থাকায় অনেক নেতাকর্মীরাই হতাশ হয়ে ফিরে এসেছেন নেত্রীকে না দেখে। আবার যারা দেখা করার সুযোগ পেয়েছেন, তাদের সঙ্গে কথা বলেননি খালেদা। এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে এক ধরণের মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, ২৫ মাস সাজা ভোগের পর কারামুক্তি পেয়েছেন বেগম খালেদা জিয়া। কিন্তু কারামুক্তির পর তিনি সীমিত কিছু মানুষের সঙ্গে দেখা করছেন এবং ফোনে যোগাযোগ রাখছেন। শুধু কড়াকড়ি আরোপ করেছেন দলীয় নেতাকর্মীর উপর। বলেছেন, সবাইকে যেন প্রবেশাধিকার না দেয়া হয়। বিষয়টি নিয়ে দলের অভ্যন্তরে নানা গুঞ্জন উঠেছে, কেউ বলছেন তবে কী রাজনীতিকে গুডবাই জানাচ্ছেন খালেদা? আর এ কারণেই তিনি নিজেকে এভাবে আস্তে আস্তে গুটিয়ে নিচ্ছেন! আবার কেউবা বলছেন, ম্যাডাম (খালেদা জিয়া) হয়তো দলের নেতাকর্মীদের উপর কোন কারণে মনঃক্ষুণ্ণ। এ কারণেই তিনি এমন করছেন! হয়তো সব একসময় ঠিক হয়ে যাবে!
এদিকে সর্বশেষ পাওয়া তথ্যমতে, গত তিনদিনে বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে দেখা বা কোন কথা বলেননি খালেদা জিয়া। উপরন্তু তিনি তার ভাই শামীম ইস্কান্দারকে বলেছেন, কেউ যেন ভেতরে প্রবেশ করতে না পারে। তবে কেন তিনি এমন বলেছেন, সে সম্পর্কে জানা যায়নি।
এ ব্যাপারে যোগাযোগ করা হয় খালেদা জিয়ার বোন সেলিমা ইসলামের সঙ্গে। তিনি এই প্রতিবেদককে জানান, বিএনপি নেত্রী এই মুহূর্তে রাজনৈতিক কোন আলাপে জড়াতে চান না। আর এ কথা তিনি সাফ জানিয়ে দিয়েছেন। সঙ্গে এও বলেছেন, কোন নেতাকর্মী যেন বাসভবন ফিরোজার ত্রিসীমানায় ঢুকতে না পারে।
বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করে দলের একাধিক সিনিয়র নেতা জানান, তাহলে এতদিন কার জন্য কী করলাম! তার মানে বিষয়টি এখন এরকম, যার জন্য করলাম চুরি, সেই বলে কিনা চোর! ম্যাডামের (খালেদা জিয়ার) এমন আচরণে সবাই খুব আহত হয়েছেন, হয়েছেন কিংকর্তব্যবিমূঢ়ও।
