Daily Gazipur Online

কালিয়াকৈরে কোচ আদিবাসী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

স্বপন সরকার, কালিয়াকৈর( গাজীপুর) প্রতিনিধিঃ সন্নাসী রমেশ কুমার কোচ বলেন বাংলাদেশ আদিবাসীদের মধ্যে কোচ আদিবাসীরা আজকে আর পিছিয়ে নেই, তারা আজ খেলাধুলা, গান বাজনা, পড়াশোনা, রাজনীতি, সাংস্কৃতিক সব স্থানে সমানভাবে এগিয়ে যাচ্ছে। খেলাধুলা সহ সকল ক্ষেত্রেই যাতে আদিবাসীদের সুযোগ সুবিধা দেওয়া হয় আদিবাসী বান্ধব সরকারের কাছে আহ্বান জানিয়েছেন এই প্রধান অতিথি। শনিবার ১৭ ডিসেম্বর বিকেলে গাজীপুরের কালিয়াকৈরে ধূলিগড়া ঐতিহাসিক রথখোলা মাঠ প্রাঙ্গনে কোচ আদিবাসী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় অংশগ্রহণকারী দল গায়রাবাতিল ফুটবল একাদশ বনাম ধূলিগড়া ফুটবল একাদশ। বাবু মনিন্দ্র চন্দ্র গোস্বামীর সভাপতিত্বে উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কোচ আদিবাসী সংগঠন কেন্দ্রীয় কমিটির সভাপতি সন্নাসী রমেশ কুমার কোচ, উদ্ধোধন করেন গাজীপুর সম্মিলিত আদিবাসী পরিষদের সভাপতি সুরেন্দ্র চন্দ্র বর্মন, মান্যবর অতিথি বাংলাদেশ কোচ আদিবাসী সংগঠন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কোচ রুবেল মন্ডল, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ কোচ আদিবাসী সংগঠন কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক অ্যাড. রিপন চন্দ্র রায়। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ কোচ আদিবাসী সংগঠন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ঊষারঞ্জন কোচ, বাংলাদেশ কোচ আদিবাসী যুব সংগঠন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক গোপাল চন্দ্র কোচ , আহ্বায়ক সদস্য সাংবাদিক বাপ্পি খৃষ্টদাস সহ কোচ আদিবাসী সংগঠনের নেতৃবৃন্দ।