Daily Gazipur Online

কালিয়াকৈরের চন্দ্রায় ৯০ বোতল বিদেশী ফেন্সিডিলসহ মাদক ডিলার গ্রেফতার

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন চন্দ্রা এলাকা হতে ৯০(নব্বই) বোতল বিদেশী ফেন্সিডিলসহ ০১ জন মাদক ডিলার গ্রেফতার।
গত ২২/১২/২০২০ তারিখ রাত ২০.০৫ ঘটিকায় র‌্যাব-১, স্পেশালাইজড কোম্পানী পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুরের একটি আভিযানিক দল গোপন বিশ¡স্ত সূত্রের মাধ্যমে জানতে পারেন যে, গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন চন্দ্রা এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয় করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দল অত্র ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে তাৎক্ষনিক গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন চন্দ্রা গ্রাম বাংলা সাকিনস্থ ওয়ালটন ৩নং গেইট নবীনগর টু চন্দ্রা মহাসড়কের পাশে লাবিব স্টোরের সামনে অভিযান পরিচালনা করেন। আভিযানিক দলটি সংগীয় ফোর্সের সহায়তায় আসামী ১। মোঃ আব্দুল জব্বার (৪০), পিতা- মোঃ নজরুল ইসলাম, মাতা- মোছাঃ কুলছুম বেগম, সাং- কাকমারী, থানা-শিবগঞ্জ, জেলা-চাপাইনবাবগঞ্জকে আটক করেন। এসময় উপস্থিত সাক্ষীদের সামনে ফোর্সের সহায়তায় আসামীর দখল হইতে ৯০(নব্বই) বোতল ফেন্সিডিল, নগদ ৩৫৪৪/-(তিন হাজার পাঁচশত চ‚য়াল্লিশ) টাকা এবং ০১(এক)টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
ধৃত আসামী ভারতের বিভিন্ন চোরাইপথ দিয়ে ভারতীয় তৈরি আমদানি নিষিদ্ধ ফেন্সিডিল আনায়ন পূর্বক বিক্রয়ের উদ্দেশ্যে ফেন্সিডিল তার হেফাজতে রাখিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৪(গ) ধারায় অপরাধ করিয়াছে। উক্ত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।