Daily Gazipur Online

কালিয়াকৈরে শীর্ষ সন্ত্রাসী লিয়ন বন্দুকযুদ্ধে নিহত

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের কালিয়াকৈরে মঙ্গল বার ভোর রাতে সিনাবহ এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে উপজেলার সফিপুর এলাকার শফিউদ্দিন সিদ্দিকীর ছেলে শীর্ষ সন্ত্রাসী লিয়ন সিদ্দিকী (৩৮) নিহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে তিন রাউন্ড গুলি ও একটি পিস্তল উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সুত্র জানায়।
পুলিশ সুত্রে জানা যায়, জয়দেবপুর থানার একটি হত্যা ও মাদক মামলায় গত সোমবার রাতে পুলিশ লিয়নকে গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি এলাকা থেকে আটক করে। রাতে তার দেয়া তথ্য মতে এস আই আতিকুর রহমান রাসেলের নেতৃত্ব কালিয়াকৈর থানা পুলিশের একটি দল তাকে নিয়ে অস্ত্র এবং মাদক উদ্ধারে কালিয়াকৈরের বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এক পর্যায় তারা সিনাবহ এলাকায় পৌঁছালে পূর্ব থেকে উৎপেতে থাকা লিয়ন বাহিনীর অন্য সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়।পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে সন্ত্রাসীরা পিছোহটে যাওয়ার সময় লিয়ন গুলিবিদ্ধ হয়। এ সময় লিয়ন বাহিনী অন্য সদস্যরা পালিয়ে যায়। পুলিশ সেখান থেকে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করে। আহত অবস্থায় লিয়নকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। নিহত লিয়নের একটি সুত্র জানায়, লিয়ন দীর্ঘদিন যাবৎ কাশিমপুর কারাগারে বন্দি ছিল। গত সোমবার বিকেলে কারাগার থেকে বেড়িয়ে আসার সাথে সাথে সাদা পোশাকের একদল লোক এসে লিয়নকে ধরে তাদের গাড়িতে তুলে নিয়ে যায়। এরপর বুধবার লিয়নের লাশ পাওয়া যায়। বিষয়টি সম্পর্কে জানতে চাইলে কালিয়াকৈর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন মুজদার ঘটনার সত্যতা স্বিকার করে বলেন,লিয়নের বিরুদ্ধে খুন,সন্ত্রাস,মাদক ও চাদাবাজিসহ ১৭টি মামলা রয়েছে এবং পুলিশ ঘটনা স্থল থেকে তিন রাইন্ড গুলি ও একটি পিস্তল উদ্ধার করেছে।