Daily Gazipur Online

কালিয়াকৈরে ২৭৪ বোতল বিদেশী ফেন্সিডিল ও ট্রাক সহ ২ জন মাদক ডিলার গ্রেফতার

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুর জেলার কালিয়াকৈর এলাকা হতে ২৭৪(দুইশত চুয়াত্তর) বোতল বিদেশী ফেন্সিডিল এবং ০১ টি ট্রাক সহ ০২ জন মাদক ডিলার গ্রেফতার।
গত ১৯ ডিসেম্বর বিকেলে র‌্যাব-১, স্পেশালাইজড কোম্পানী পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুরের একটি আভিযানিক দল গোপন বিশ¡স্ত সূত্রের মাধ্যমে জানতে পারেন যে, ফেন্সিডিলের একটি বড় চালান লালমনিরহাট হতে গাজীপুরের দিকে আসিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দল অত্র ক্যাম্পের লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে তাৎক্ষনিক গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন উত্তর হিজলতলী সাকিনস্থ শিলা বৃষ্টি সিএনজি এন্ড ফিলিং স্টেশন এর পূর্ব পাশে মৃথিলা সাভিসিং সেন্টার এর সামনে টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের উপর অভিযান পরিচালনা করেন। আভিযানিক দলটি সংগীয় ফোর্সের সহায়তায় আসামী আসামী ১। শ্রী স্বপন কুমার দাস(৩৫), পিতা-শ্রী সুকলাল দাস, মাতা- মৃত লতা রানী, সাং-সিঙ্গীমারী, থানা-হাতিবান্দা, জেলা-লালমনিরহাট, ২। মোঃ ফরহাদ হোসেন (২১), পিতা- মোঃ রফিকুল ইসলাম, মাতা-মোছাঃ মোমেনা বেগম, সাং-পূর্ব সির্ন্দুনা, থানা-হাতিবান্দা, জেলা-লালমনিরহাটদ্বয়কে আটক করেন। এসময় উপস্থিত সাক্ষীদের সামনে ফোর্সের সহায়তায় আসামীর দখল হইতে ২৭৪(দুইশত চুয়াত্তর) বোতল বিদেশী ফেন্সিডিল, ০১(এক) টি ট্রাক, নগদ ১০৭০/-(এক হাজার সত্তর ) টাকা এবং ০২(দুই) টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
ধৃত আসামীরা ভারতের বিভিন্ন চোরাইপথ দিয়ে ভারতীয় তৈরি আমদানি নিষিদ্ধ ফেন্সিডিল আনায়ন পূর্বক বিক্রয়ের উদ্দেশ্যে ফেন্সিডিল তাদের হেফাজতে রাখিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৪(গ)/৩৮ ধারায় অপরাধ করিয়াছে। উক্ত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিষয়টি আপনাদের পরবর্তী কার্যক্রমের জন্য প্রেরণ করা হলো।