Daily Gazipur Online

কালিয়াকৈরে ৫৯ লিটার চোলাইমদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের কালিয়াকৈর এলাকা হতে ৫৯ লিটার চোলাইমদসহ ০১জন মাদক ব্যবসায়ীকে হাতে নাতে গ্রেফতার করেছে র‌্যাব-১, গাজীপুর ক্যাম্প।
গত ২২ জুন ২০২০ ইং তারিখ রাত অনুমান ২০.৩০ ঘটিকার সময় র‌্যাব-১, স্পেশালাইজড কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন ঠেংগারবান্দ এলাকায় দেশীয় চোলাইমদ ক্রয়-বিক্রয় হইতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে অত্র কোম্পানীর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন, (জি), বিএন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন ঠেংগারবান্দ সাকিনস্থ’ ডাঃ মোনজেল মোর্শেদ এর বাড়ির সামনে মৌচাক-ফুলবাড়িয়া পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আসামী ১। মোঃ আনোয়ার হোসেন(১৯), পিতা-মোঃ মাকসুদ আলম, মাতা-মোসাঃ কামরুন্নাহার, সাং-সোনাতলী, থানা-কালিয়াকৈর, জেলা-গাজীপুর’কে হাতে নাতে গ্রেফতার করা হয়। এসময় উপস্থিত সাক্ষীদের সামনে আসামীর দখল হইতে ৫৯ লিটার দেশীয় চোলাইমদ, যার মূল্য অনুমান ২৯,৫০০/- উদ্ধার করা হয়। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ গাজীপুর জেলার কালিয়াকৈর থানা এলাকাসহ বিভিন্ন স্থানে দেশীয় তৈরী চোলাইমদের অবৈধ ভাবে ব্যবসা করিয়া আসিতেছিল। অবৈধভাবে মাদকদ্রব্য দেশীয় চোলাইমদ তৈরী ও নিজ হেফাজতে রাখিয়া ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ এর (১) টেবিল ৩৩(গ) ধারার অপরাধ করেছে।