
ডেইলি গাজীপুর প্রতিবেদক :গাজীপুরের কালিয়াকৈর উপজেলা নির্বাচনে প্রার্থীরা গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাচন কর্মকর্তার নিকট মনোনয়ন প্রত্র জমা দিয়েছেন। চেয়ারম্যান পদে তিন জন ,ভাইস চেয়ারম্যান পদে দুইজন এবং সংরক্ষিত মহিলা আসনে ৪জন মনোনয়নপত্র জমা দেন। আওয়ামীলীগ দলীয় প্রার্থী হিসেবে নৌকা প্রতীক পেয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ ছাত্র লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও গাজীপুর জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক এবং কালিয়াকৈর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মোঃ রেজাউল করিম রাসেল। কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ কামাল উদ্দিন সিকদার, আটাবহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম আলীম। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন গাজীপুর জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মোঃ সেলিম আজাদ, এ্যাডভোকেট তোফাজ্জল হোসেন মৃধা (তপু) এছাড়া সংরক্ষিত মহিলা আসনে মনোনয়নপত্র জমা দেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জায়দা নাসরিন,বর্তমান ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার নাজমা বেগম,সানজিদা আক্তার।
এব্যাপরে কালিয়াকৈর উপজেলা নির্বাচন অফিসার (অতিরিক্ত দায়ীত্ব প্রাপ্ত) কর্মকর্তা মোঃ আছলাম জানান কোন প্রকার অপৃতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠ ভাবে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছে। ২৮তারিখে বাছাইয়ের কাজ এবং প্রার্থী প্রত্যাহারে তারিখ ৭মার্চ, নির্বচান হবে ২৪মার্চ।
