কালীগঞ্জের কৃষক আসাদ গরু কিনতে গিয়ে ৫দিন যাবৎ নিখোঁজ

0
263
728×90 Banner

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে এক কৃষক গরু কিনতে গিয়ে নিখোজের ৫ দিনেও বাড়ী ফেরেনি। শনিবার সকালে গরু কেনার উদ্দেশ্যে ওই কৃষক টাঙ্গাইল জেলার মির্জাপুরের কাইলতা বাজারে যাওয়ার পর থেকে নিখোঁজ রয়েছে। কৃষক মো. আসাদ মোল্লা উপজেলার নাগরী ইউনিয়নের রাথুরা গ্রামের মো. রহমত আলী মোল্লার ছেলে। এ বিষয়ে নিখোজের বড় ভাই মো. আরমান মোল্লা বাদী হয়ে থানায় ৬০৪ নং সাধারণ ডায়েরি করেছে বলে জানা গেছে।
পারিবারিক ও জিডি সূত্রে জানা যায়, উপজেলার নাগরী ইউনিয়নের রাথুরা গ্রামের সিরাজ উদ্দিন, নাজির শেখ, রাসেল ও সজিবসহ আরো কয়েকজন গরু ব্যবসায়ীর সাথে কৃষক আসাদ মোল্লা গরু কেনার উদ্দেশ্যে টাঙ্গাইল জেলার মির্জাপুরের কাইলতা বাজারে যান। ওই রাতে তার সহযোগী ব্যবসায়ী সিরাজ উদ্দিন, নাজির শেখ, রাসেল ও সজিব বাড়িতে আসলেও বাড়ি ফেরেনি গরু কিনতে যাওয়া কৃষক আসাদ মোল্লা।
নিখোঁজের স্ত্রী রহিমা বেগম জানান, তার স্বামী এক লাখ টাকা নিয়ে গরু কেনার জন্য এলাকার ব্যবসায়ীদের সাথে মির্জাপুরের কাইলতা বাজারে যায়। ওই দিন বিকাল ২টার দিকে তার স্বামীর ব্যবহৃত মোবাইল ফোনে একাধিক বার ফোন করেও কথা বলা সম্ভব হয়নি। তার স্বামীর মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে বিষয়টি তার আত্মীয় স্বজনদের জানানো হয়। নিখোঁজের পরের দিন রোববার থেকে ওই এলাকার বিভিন্ন স্থানে মাইকিং ও খোঁজাঁখুজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের পাঁচ দিন অতিবাহিত হলেও কৃষক আসাদের কোনো সন্ধান মিলেনি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here