
ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বড়হরা এলাকায় আবুল বাশার (৫২) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের ৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। সোমবার ভোরে এ ঘটনা ঘটে। নিহত আবুল বাশার ওই এলাকার বাসিন্দা।
পুলিশ ও এলাকাবাসী জানায়, রাতে উপজেলার বড়হরা এলাকায় নিজ কক্ষে ঘুমিয়ে ছিলেন আবুল বাশার। পাশের কক্ষে তার ছেলে ইব্রাহিম ও ইব্রাহিমের স্ত্রী ছিলেন। একপর্যায়ে ভোরে কে বা কারা তাকে ধারালা অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে পরিবার ও আশপাশের লোকজন তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ নিহতের দু’ছেলে ইব্রাহিম ও মাহবুর রহমান, মেয়ে তামান্না এবং ইব্রাহিমের স্ত্রী লিমা আক্তার এবং আরেক ছেলের স্ত্রী শারমিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহমান জানান, মরদেহ ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের পরিবারের ৫ জনকে আটক করা হয়েছে। তবে ধারণা করা হচ্ছে নিহতের পরিবারের সদস্য এ হত্যাকান্ডের সঙ্গে জড়িত রয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।






