Daily Gazipur Online

কালীগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবসের র‌্যালী ও আলোচনা সভা

ডেইলি গাজীপুর প্রতিবেদক: ‘‘জনসংখ্যা ও উন্নয়নে আন্তর্জাতিক সম্মেলনের ২৫ বছর: প্রতিশ্রæতির দ্রæত বাস্তবায়ন’’ প্রতিপাদ্যে গাজীপুরের কালীগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত¡র থেকে একটি র‌্যালী বের হয়ে কালীগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ ময়েজউদ্দিন অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।
বৃহস্পতিবার সকালে উপজেলার নাগরী ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. আরাফাত সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক এর সভাপতিত্বে বিশ্ব জনসংখ্যা দিবসের আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সানজিদা আহমেদ। বিশেষ অতিথি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ছাদেকুর রহমান আকন্দ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, কালীগঞ্জ এমসিএইচএফপি ডা. অহিদুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারিজা নুর,। এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী মো. সেলিম মিয়াসহ বিভিন্ন হাসপাতালের উপ-সহকারী কমিউনিটি স্বাস্থ্য কর্মকর্তা, পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার কল্যাণ সহকারী, ফার্মাসিস্ট ও এফ পি আইগণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে পরিবার পরিকল্পনা বিষয়ে উপজেলার শ্রেষ্ঠ কর্মী ও সংস্থার মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।