

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ ৫জুন বিশ্ব পরিবেশ দিবস। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় ও জেলা ছাত্রলীগের নির্দেশনায় গাজীপুরের কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগ বৃক্ষরোপন কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি পালন করেছে।
‘একটাই পৃথিবী: প্রকৃতির ঐক্যতানে টেকসই জীবন’ প্রতিপাদ্যে রবিবার (৫ জুন) সকাল ১১টায় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় ও জেলা ছাত্রলীগের নির্দেশনায় কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে উপজেলার তুমুলিয়া ইউনিয়নের ভাদার্ত্তী-বোয়ালী সংযোগ সড়কের দুই পাশে উপজেলা বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপনের মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন করেছেন।
বৃক্ষরোপনের প্রাকালে ভাদার্ত্তী সড়কে উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তানভীর মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওয়াহিদ হাসান এর সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও তুমুলিয়া ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড সদস্য মো. মাহফুজুর রহমান, তুমুলিয়া ইউনিয়ন ৭নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি বাহারুল খান, তুমুলিয়া ইউনিয়ন যুবলীগ সাবেক সাধারণ সম্পাদক মো. শরিফ হোসেন প্রমূখ।
এ সময় অন্যান্যের মাঝে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক ইমন, উপজেলা ছাত্রলীগের সকল ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তাগণ বলেন, ১৯৭২ সালে জাতিসংঘের মানবিক পরিবেশ সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী জাতিসংঘের পরিবেশ কর্মসূচীর (ইউএনইপি) উদ্যোগে প্রতি বছর সারা বিশ্বের একশ’টিরও বেশি দেশে ৫জুন ‘বিশ্ব পরিবেশ দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিশ্ব পরিবেশ দিবস নানা ধরনের কর্মসূচীর মধ্য দিয়ে পালন করছে।






