Daily Gazipur Online

কালীগঞ্জে মাওলানা মতিউর রহমান হুজুরের ইন্তেকাল

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দুর্বাটি মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপ্যাল শাইখুল হাদিস হযরতুল আল্লামা আলহাজ্ব মতিউর রহমান বরকতি (৭০) শনিবার দিবাগত রাত সারে ৯টায় নিজ বাড়ীতে ইন্তিকাল করেছেন। তিনি উপজেলার বক্তারপুর ইউনিয়নের দক্ষিণ রাজনগর গ্রামের মরহুম মুন্স সুবেদ আলীর পুত্র ছিলেন। তিনি মৃত্যুকালে দুই ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রবিবার সকাল ১০টায় স্থানীয় রাজনগর কাচারী মাঠে হাজার হাজার আলেম ওলামা ও মুসল্লিদের উপস্থিতে জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিদেহী আতœার মাগফিরাত কামনা করেছেন দুবার্টি মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব আবু নাইম মো. মুস্তাফিজুর রহমানসহ অন্যান্য সদস্য, প্রিন্সিপ্যাল ড. মাওলানা মো. রুহুল আমিনসহ অন্যান্য শিক্ষক ও কর্মচারী, জমিয়তুল মোদারেছীনের নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপ্যাল, সুপাররিনটেনডেন্ট, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা মো. আল-আমিন দেওয়ান সহ স্থানীয় ব্যবসায়ী ও সুশিল সমাজ। এ সময় তারা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।