Daily Gazipur Online

কালীগঞ্জে ২ মাস ১৯ দিন পর কবর থেকে লাশ উত্তোলন

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের কালীগঞ্জে ২মাস ১৯দিন পর ময়না তদন্তের জন্য নুরুল হক অশ্রু (৬৫) নামে এক ব্যক্তির লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। গাজীপুর জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদুল হাসানের উপস্থিতিতে মুনশুরপুর বাইতুন নুরানী হাজিফিয়া মাদ্রাসার দক্ষিণ পার্শ্বে সামাজিক কবরস্থান থেকে ওই নিহতের গলিত উত্তোলন করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশের সুরহতাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য সোমবার দুপুরে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। কালীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড মুনশুরপুর গ্রামের মৃত মৌলভী আব্দুল জব্বারের ছেলে নিহত নুরুল হক অশ্রু। বেআইনি ভাবে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হত্যা সংঘটন ও হুমকি প্রদর্শনের অপরাধে গত ১৪ ফেব্রুয়ারী মুনশুরপুর গ্রামের মৃত মিন্নত আলীর ছেলে মো. আব্দুল হাই আজিজুল আল-আমিন বাদী হয়ে ১১জনের নামে বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নং-৩ গাজীপুরে সিআর মামলা নং-৩৭/১৯, স্মারক নং ৯৪৯/১৯ দায়ের করেন। পরে বিজ্ঞ আদালত গত ৪ মার্চ ওই নিহতের গলিত লাশ কবর থেকে উত্তোলন করার জন্য আদেশ প্রদান করেন। সেই প্রেক্ষিতে সোমবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে নুরুল হক অশ্রুর লাশ কবর থেকে উত্তোলন করে ময়না তদন্তের জন্য গাজীপুর মর্গে প্রেরণ করেছেন পুলিশ।