
ডেইলি গাজীপুর প্রতিবেদক: বৃহস্পতিবার নয়, আগামীকাল বুধবার সারাদেশে ঈদ-উল-ফিতর উদযাপিত হবে। জাতীয় চাঁদ দেখা কমিটির নতুন সিদ্ধান্ত অনুযায়ী বুধবার দেশব্যাপী ঈদ উদযাপিত হবে। এর আগে সারা দেশের কোথাও চাঁদ দেখা যায়নি বলে ইসলামিক ফাউন্ডেশন থেকে মঙ্গলবার (০৪ জুন) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক শেষে রাত পৌনে ৯টার দিকে কমিটির সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
ঘোষণা দেয়ার পর গতরাতে দেশের সব মসজিদে তিরিশ রোজার তারাবি নামাজ সম্পন্ন হয়। এরপর তারাবির নামাজ শেষে রাত সাড়ে ১১টায় এলো সংশোধিত ঘোষণা। ঈদের চাঁদ দেখা গেছে এবং কাল বুধবার সারা দেশে ঈদ উদযাপিত হবে।
বাংলাদেশে ঈদের চাঁদ দেখা নিয়ে ইসলামিক ফাউন্ডেশনের এই হঠকারিতায় চারদিকে ধিক্কার ওঠে।
