Daily Gazipur Online

কাশিমপুরে চোলাইমদসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের কাশিমপুর রওশন মার্কেট এলাকা হতে ৭৮ লিটার চোলাইমদসহ ০২(দুই) জন মাদক ব্যবসায়ীকে হাতে নাতে গ্রেফতার করেছে র‌্যাব-১, গাজীপুর ক্যাম্প।
মঙ্গলবার রাতে র‌্যাব-১, স্পেশালাইজড কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, জিএমপি, গাজীপুর কাশিমপুর থানাধীন রওশন মার্কেট এলাকায় দেশীয় চোলাইমদ ক্রয়-বিক্রয় আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে অত্র কোম্পানীর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন, (জি), বিএন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ জিএমপি, গাজীপুর কাশিমপুর থানাধীন রওশন মার্কেট (নয়াপাড়া) হিরালাল বাসভবন এ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আসামী ১। শ্রীমতি পুতুল রবি দাস(৫৫), স্বামী-মৃত সুকলাল রবি দাস, সাং-রওশন মার্কেট (নয়াপাড়া), থানা-কাশিমপুর, জিএমপি, গাজীপুর, ২। শ্রী সুকলাল রবি দাস(৪০), পিতা-মৃত শ্রী রংলাল রবি দাস, সাং-সাংকিভাংগা, থানা-ত্রিশাল, জেলা-ময়মনসিংহ, এ/পি-সাং-রওশন মার্কেট নয়াপাড়া (হিরালাল এর বাড়ীর ভাড়াটিয়া), থানা-কাশিমপুর, জিএমপি, গাজীপুরদ্বয়কে নাতে গ্রেফতার করা হয়। এসময় উপস্থিত স্বাক্ষীদের সামনে আসামীদের দখল হতে হতে ১০৬ বোতল অনুমান ৭৮ লিটার দেশীয় চোলাই মদ, যার মূল্য অনুমান ২৩,৪০০/-(তেইশ হাজার চারশত) টাকা, নগদ ৫২০/-(পাঁচশত বিশ) টাকা এবং ০১(এক) টি মোবাইল ফোন, ০২(দুই) টি সীম কার্ড উদ্ধার করা হয়। ধৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ গাজীপুর কাশিমপুর এলাকাসহ বিভিন্ন স্থানে দেশীয় চোলাইমদের অবৈধ ব্যবসা করিয়া আসছিল। অবৈধভাবে মাদক দ্রব্য দেশীয় চোলাইমদ তৈরী ও নিজ হেফাজতে রাখিয়া ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিল ২৪(খ) ধারার অপরাধ করেছে।
উদ্বারকৃত আলামত এবং ধৃত আসামীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।