

সবুজ আহমেদ (স্বপন) কাশিমপুর,গাজীপুর : লালদিঘী জান্নাতুল বাকী দারুল উলূম আলিম মাদরাসায় নবীনবরণ ও সবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গাজীপুর মহানগর কাশিমপুর থানার লালদিঘী জান্নাতুল বাকী দারুল উলূম আলিম মাদরাসায় আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ ও সভক অনুষ্ঠান সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১ টায় মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রী মজলিসের শুরা সদস্য, নায়েবে আমীর গাজীপুর মহানগর জামায়াতে ইসলামী ও সভাপতি শ্রমিককল্যান ফেডারেশন গাজীপুর মহানগর এবং জামায়াতে ইসলামীর গাজীপুর ২ নং আসনের মনোনীত এমপি প্রার্থী বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক ‘জননেতা মুহাম্মদ হোসেন আলী।
এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি বলেন, শিক্ষার্থীদের নৈতিকতা, আদর্শ ও আধুনিক শিক্ষায় আলোকিত করে সমাজের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে মাদরাসার ভূমিকা অপরিসীম। তিনি নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে সঠিক পথে চলার পরামর্শ দেন।
সঞ্চালনায় ছিলেন অত্র মাদ্রাসার শিক্ষক মাওলানা মোঃ মাহবুবুর রহমান,এডহক কমিটির শিক্ষক প্রতিনিধির মধ্যে উপস্থিত ছিলেন অত্রপ্রতিষ্ঠানের সহঃশিক্ষক শাহাবউদ্দিন আহমেদ,অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের শুভাকাঙ্ক্ষীদের মধ্যে,মোঃ মফিজ উদ্দিন মোল্লা -বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক,মাও মোঃ ইদ্রিস আলী মৃধা- বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক,মাওলানা নাসির উদ্দীন।
সভাপতিত্ব করেন অত্র মাদরাসার এডহক কমিটির সভাপতিঃ মাওলানা মোঃ আব্দুল মান্নান,সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মাওলানা মোস্তফা -ভাইস প্রিন্সিপাল অত্র মাদ্রাসা, অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোঃ নুরুজ্জামান ফকির- সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী কাশিমপুর থানা,মোঃ সোহেল পাঠান-এ্যাসিস্ট্যান্ট সেক্রেটার বাংলাদেশ জামায়াতে ইসলামী কাশিমপুর থানা।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
আয়োজক কর্তৃপক্ষের পক্ষে অত্র মাদরাসার প্রিন্সিপাল মাওলানা নুর মুহাম্মদ জানান, প্রতি বছর নিয়মিতভাবে এ নবীনবরণ অনুষ্ঠান আয়োজন করা হয়, যাতে নতুন শিক্ষার্থীরা প্রেরণা পায় এবং সিনিয়র-জুনিয়রদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে।






