কাশিমপুর প্রেসক্লাবের নতুন সাংবাদিকদের উদ্যোগে নৌকা ভ্রমণ

0
36
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : কাশিমপুর প্রেসক্লাব নবীন ও প্রবীণ সদস্যদের উদ্যোগে গত ১৩ই আগস্ট আনন্দ-উচ্ছ্বাসে নদী ভ্রমণ অনুষ্ঠিত হয়। গাজীপুর মহানগর কাশিমপুর থানাধীন নামাবাজার নদীর ঘাট থেকে সকাল ১০ ঘটিকা সময় ভ্রমণের উদ্দেশ্যে নাস্তা শেষে কাশিমপুর প্রেসক্লাবের সংগ্রামী সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূরে আলম জিকু, সহ সভাপতি মেহেদী হাসান, হুমায়ন কবির তালুকদার, নেছার আহম্মেদকে সাথে নিয়ে নদী ভ্রমণ শুভউদ্বোধন ঘোষণা করেন।
এ সময় উপস্থিত ছিলেন নবিন সদস্যদের মধ্যে মুজাহিদুল ইসলাম , সবুজ আহমেদ, সরোয়ার হোসেন, নাজমুল, টিপু সহ আরো অনেকে। ‘নদীর ঢেউয়ের তালে-তালে নেচে, গেয়ে সদস্যরা সারা দিন উপভোগ করে এই নদী-ভ্রমণ। অংশ নেয়া সাংবাদিকরা উৎফুল্ল হয়ে উঠে।
বাউল সংগীত শিল্পীরা ছাড়াও কাশিমপুর প্রেসক্লাবের কয়েকজন সাংবাদিকরা গান গেয়ে ও নেচে মাতিয়ে রাখেন ভ্রমণকারীদের। কালিয়াকৈর উপজেলার সেনাতলা চা বাগন কিছু সময় বিরতি থাকে, শাপলা বিলের পাশে নোঙর ফেলে, দুপুরের খাবার খেয়ে নেন নদী ভ্রমণ কারীরা। নদী ভ্রমণের সময় প্রতিনিয়ত কাশিমপুর প্রেসক্লাব সাংবাদিকদের খোঁজ খবর রাখেন, কাশিমপুর মেট্রো থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান। সন্ধায় ৭ ঘটিকায় সময় ভ্রমণ কারী সাংবাদিকদের সাথে কৌশলয় বিনিময় করেন। ওসি মনিরুজ্জামান বলেন বিনোদন ও আনন্দঃনদী ভ্রমণ একটি আনন্দদায়ক অভিজ্ঞতা, যা সকলের জন্য একটি মনোরম অবকাশ হতে পারে।
সাংবাদিকদের অভিজ্ঞতা, সাহসিকতা, দূরদর্শিতা, বিচক্ষণতা, এবং দক্ষতা বাড়ানোর জন্য এই নৌকা ভ্রমণ অনেক খানি উপকারে আসবে বলে আশা করা যাচ্ছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here