কাশ্মীর নিয়ে দেশে কেউ পানি ঘোলা কিংবা ঝামেলা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা — র‌্যাব ডিজি

0
220
728×90 Banner

এস,এম,মনির হোসেন জীবন : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) বেনজির আহমেদ বলেন, ভারতের কাশ্মীর নিয়ে দেশে কেউ পানি ঘোলা কিংবা ঝামেলা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। কাশ্মীর ইস্যু ভারতের অভ্যন্তরীণ বিষয়। তাদের নিজস্ব বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই। কাশ্মীর দেশের সমস্যা নয়, বিষয়ও নয়, সেটি নিয়ে দেশে অনাকাঙ্ক্ষিতভাবে, অযাচিতভাবে কেউ ঝামেলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্বে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।
র‌্যাব ডিজি বলেন, দেশে আল্ট্রা ইসলামিস্টের সংখ্যা বেশি নয়। যারা রয়েছে তারাও ২৪ ঘণ্টা নজরদারিতে রয়েছে। কাশ্মীর নিয়ে দেশে পানি ঘোলা করার চেষ্টা করবেন না। এরপরও যদি কেউ সে চেষ্টা করে তাহলে তার বিরুদ্বে দেশের প্রচলতি আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
শুক্রবার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে র‌্যাব কর্তৃক আয়োজিত ঈদে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ঈদ নিরাপত্তার বিষয়ে ডিজি র‌্যাব বেনজীর আহমেদ বলেন, সামনেই আমাদের দু’টি বড় ইভেন্ট- ঈদুল আজহা ও ১৫ আগস্ট। ঈগের আগে, ঈদের দিন ও ঈদ পরবর্তী নিরাপত্তার বিষয়ে পৃথক পরিকল্পনা রয়েছে। সে অনুযায়ী পুরো পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি বলেন, হাটে ক্রেতা-বিক্রেতার নিরাপত্তা নিশ্চিত করতে দেশজুড়ে র‌্যাব সদস্যরা কাজ করছেন। পশুর হাঁটে জাল টাকা ও অজ্ঞানপার্টির তৎপরতা রোধে র‌্যাব সদস্যরা বেশ তৎপর রয়েছেন।
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রতিটি বাস-লঞ্চ টার্মিনাল ও ট্রেন স্টেশনের নিরাপত্তা ব্যবস্থা মনিটরিং করছে র‌্যাব। তবে, উত্তর-পূর্বাঞ্চলে বন্যার জন্য এবার অনেক সড়ক ও রেলপথ ক্ষতিগ্রস্ত হয়েছে। সে কারণে যান চলাচলে কোথাও কোথাও ধীরগতি রয়েছে। যতটুকু সম্ভব ঈদযাত্রা স্বাভাবিক রাখতে র‌্যাব সর্বদা কাজ করছে।
র‌্যাবের এই কর্মকর্তা আরও বলেন, সারাদেশে মহাসড়কে ৪২টি দুর্ঘটনাপ্রবণ এলাকা শনাক্ত করা হয়েছে। সেসব স্থানে যেন ফের দুর্ঘটনা না ঘটে, সেজন্য আমাদের নজরদারি রয়েছে। তবে, এ বিষয়ে চালকদের ভূমিকার পাশাপাশি যাত্রীদেরও দায়িত্ব রয়েছে।
বেনজীর আহমেদ বলেন, জাতীয় ঈদগাহসহ গুরুত্বপূর্ণ সব ঈদগাহের নিরাপত্তায় সিসি ক্যামেরায় মনিটরিং থাকছে। এছাড়া, ডগ স্কোয়াডের মাধ্যমে সুইপিং করা হবে।
বেনজীর আহমেদ বলেন, ঢাকায় প্রায় ৫০ হাজার পশু কোরবানি হয়। যেখানে-সেখানে কোরবানি করে শহর নোংরা করবেন না। সময় এসেছে পুরো প্রক্রিয়া সংগঠিত করার। এজন্য সঠিক প্রক্রিয়া অনুসরণ করলে শহর পরিষ্কার থাকবে।
(র‌্যাব) ৭ এর সাবেক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান নিখোঁজ রয়েছেন । তাকে উদ্ধার করতে না পারাটা র‌্যাবের ব্যর্থতা কিনা? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডিজি র‌্যাব বলেন, একজন মানুষ নিখোঁজ হলেও কাউকে ব্যর্থ বলা যায় না। খুঁজে না পাওয়া গেলে সেটা কারও ব্যর্থতা, এটা হতে পারে না।
বেনজীর আহমেদ আরও বলেন, কেউ নিখোঁজ হলে তার পরিবার যে ফরমাল অভিযোগ দেয়, সেটি নিয়ে আমরা কাজ করি। এই বিষয়টি নিয়েও আমরা কাজ করছি। আমরা জ্ঞাত আছি। এ বিষয়ে যদি কারও কাছে কোনও তথ্য থাকে, তাহলে জানালে আমরা ব্যবস্থা নিব।
অপর এক প্রশ্নের জবাবে র‌্যাব প্রধান বেনজীর আহমেদ বলেন, এটি শুধু বাংলাদেশে নয়, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ইউরোপেও মানুষ নিখোঁজ হয়। একজনকে খুঁজে না পাওয়াটা কোনো বাহিনীর ব্যর্থতা নয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here