কায়েমী স্বার্থবাদীদের হাতে যাত্রী স্বার্থ জিম্মি—ড.মুহাম্মদ ইউনূস

0
232
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: যাত্রী অধিকার প্রতিষ্ঠায় সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন অর্থনীতিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনুস। তিনি বলেন, এদেশের একটি কায়েমী স্বার্থবাদী গোষ্ঠীর হাতে যাত্রীর স্বার্থ জিম্মি হয়ে রয়েছে। পরিবহনে চাঁদাবাজী, ধান্ধাবাজী, বেশি ভাড়া আদায়ের নৈরাজ্যসহ নানা কারণে মানুষ রাস্তাঘাটে ভোগান্তির শিকার হচ্ছে। এইসব সমস্যার সমাধানে যাত্রীসাধারণকে সচেতন ও সংগঠিত হওয়ার বিকল্প নেই।
৬ মে, বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশস্থ নিজ বাসভবনে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোঃ মোজাম্মেল হক চৌধুরীর সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এইসব কথা বলেন। যাত্রীর কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী এই সময় সমিতির বিভিন্ন কর্মকান্ড, গৃহীত কর্মসূচী ও ভবিষ্যৎ পরিকল্পনা তার কাছে তুলে ধরেন। তিনি ধৈর্য্য সহকারে এইসব কথা শুনেন এবং যাত্রী অধিকার ও সড়ক নিরাপত্তায় নিয়োজিত আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের কর্মকান্ড সম্পর্কে যাত্রী কল্যাণ মহাসচিবকে অবহিত করেন এবং আন্তর্জাতিক ফোরাম সমূহের সাথে সু-সম্পর্ক গড়ে তোলাসহ নানা বিষয়ে জন্য পরামর্শ প্রদান করেন। ইস্ট ডেল্টা ইউনির্ভাসিটির উপ-উপাচার্য প্রফেসর মোঃ সেকান্দর খান, শিক্ষাবীদ অধ্যাপক মোঃ শামসুদ্দিন শিশির, চট্টগ্রাম প্রতিবন্ধী উন্নয়ন সংগঠনের সভাপতি এম.এ সবুর, এসডিজি ইয়ুথ ফোরামের সভাপতি নোমান উল্লাহ বাহার, ভাইস চেয়ারম্যান ফরিদ আলম, যাত্রী কল্যাণ সমিতির জিয়াউল হক চৌধুরী প্রমূখ এই সময় উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here