মো. জাকির হোসেন : কুমিল্লার বরুড়া থানার ঝলম গ্রামে অন্যায়ের প্রতিবাদ করায় মিজানুর রহমান নামে এক সৌদি প্রবাসীর উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা করে বেধড়ক মারধর করে। এসময় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বসতবাড়ির ব্যাপক ক্ষতিসাধন করে এবং ভাংচুর ও লুটপাট চালায়। একপর্যায়ে ওই প্রবাসীর মোটর সাইকেলটিও লুটে নেয় সন্ত্রাসীরা। এমনকি বাড়ির মহিলাদেরকেও শ্লীলতাহানী ঘটায়। এঘটনায় বরুড়া ঝলম এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ইশতেকার আহাম্মদ সাজু (৫০), বেলায়েত (৪৫), নোমান (৪১), তারেক (২৮) এজাহারনামীয় আসামীসহ অজ্ঞাত আরও ৩/৪ জনকে আসামী করে বরুড়া থানায় একটি মামলা (নং-৮/৮০) দায়ের করা হয়ে। মামলার পর সাজু ও তার বাহিনীর সদস্যরা পিস্তল উচিয়ে এলাকায় মহড়া দিচ্ছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদেরকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। এছাড়াও সাজুর বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলে এলাকাবাসী জানায়।
এলাকাবাসী জানায়, ওইচক্রটি দীর্ঘদিন যাবত ইশতেকার আহাম্মাদ সাজুর নেতৃত্বে এলাকায় চাঁদাবাজি, ফেন্সিডিল, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসা ও সেবন করে আসছিল। তাদের অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ট। এমনকি ওইচক্রটি এলাকার বিভিন্ন এলাকা থেকে মোটর সাইকেল চুরি করে এনে বিক্রি করে থাকে। এরই ধারাবাহিকতায় গত কয়েকদিন পূর্বে পার্শ্ববর্তী চাঁদপুর জেলার কচুয়া থানা এলাকা থেকে একটিচক্র একটি মোটর সাইকেল চুরি করে এনে স্থানীয় সাইলচোর গ্রামের আবুল হোসেনের ছেলের কাছে বিক্রি করে। পরে খবর পেয়ে ইশতেকার আহাম্মদ সাজু স্থানীয় বাসিন্দা আবুল হোসেনের ছেলের কাছ থেকে জোর করে মোটর সাইকেলটি নিয়ে নদ্দা গ্রামের এক লোকের কাছে ৩০ হাজার টাকায় বিক্রি করে দেয়। পরে খবর পেয়ে কচুয়ার সেই মোটর সাইকেলের মালিক নদ্দার ওই লোকের কাছ থেকে মোটর সাইকেলটি নিয়ে যায়। একপর্যায়ে নদ্দাগ্রামের সেই লোক ও আবুল হোসেনের ছেলে সাজুকে টাকা ফিরিয়ে দিতে বললে সে ক্ষেপে যায়। এসময় ছাত্রলীগ সদস্য অরুন ও সম্পদ ঘটনাস্থলে উপস্থিত হলে কথা কাটাকাটির বিষয়টি জানতে চায় এবং সম্পদ এতে প্রতিবাদ করে। এতে ক্ষিপ্ত হয়ে সাজু ও তার লোকজন সম্পদকে চর থাপ্পড় শুরু করে। পরে খবর পেয়ে মিজানুর রহমানসহ এলাকাবাসী শাওন মার্কেট এলাকায় গিয়ে সাজুকে বিষয়টি জিজ্ঞাসা করলে সাজু ও তার বাহিনীর সদস্যরা মিজানকেও মারধর শুরু করে। এসময় ৩নং ঝলম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাখাওয়াত হোসেনসহ এলাকাবাসী এগিয়ে এলে তাদের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়া এবং মারামারির ঘটনা ঘটে। সাজু বাহিনীর সশস্ত্র ক্যাডাররা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তিনটি ঘর তছনছ করে এবং লুটপাট চালায়। এসময় তারা ঘরে রক্ষিত ১লাখ ৭০ হাজার টাকা নিয়ে যায়। বাড়ির মহিলারা হামলাকারীদের বাধা দিলে তারা মহিলাদের মারধর ও শ্লীলতাহানী ঘটনায়। এঘটনায় বরুড়া থানায় একটি মামলা হয়েছে।
এব্যাপারে যোগাযোগ করা হলে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, এঘটনায় পাল্টা-পাল্টি দুটি মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।