
ডেইলি গাজীপুর প্রতিবেদক: সম্প্রতি কুমিল্লা জেলার লালমাই উপজেলার, বাকই উত্তর ইউনিয়নের গরিব অসহায় মানুষের ১০ টাকা কেজি চাউলের ডিলার কবির হোসেন চাউল নিয়ে জালিয়াতি করায়, এলাকার গরিব অসহায় মানুষ একত্রিত হয়ে মানববন্ধন সহ উপজেলা প্রশাসন বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন । এরই পরিপ্রেক্ষিতে একটি সংবাদ প্রকাশিত হয় । উক্ত সংবাদ প্রকাশ হওয়ার পর চাউলের ডিলার কবির হোসেন ও ইউপি চেয়ারম্যান এবং জহির মেম্বারের লোকজন আনন্দ টিভি লাকসাম প্রতিনিধি, দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার কুমিলা দক্ষিণ জেলা প্রতিনিধি ও বিবিসিবার্তা২৪ এর প্রকাশক ও সম্পাদক এম এ কাদের অপু’র বিরুদ্ধে সোস্যাল মিডিয়া ফেসবুকে মিথ্যা কিছু গুঁজব প্রচার করে এবং প্রান নাশের হুমকি দেয় । এ ব্যাপারে ভুক্তভোগী সাংবাদিক এম এ কাদের অপু লাকসাম থানায় একটি সাধারণ ডায়েরী করেন, যার ডায়েরী নং- ৬৭৭, তাং- ১৮/০৪/২০২০ ইং ।






