Daily Gazipur Online

কুষ্টিয়ায় শুরু হচ্ছে লালন শাহ স্মরণে ৩দিনের অনুষ্ঠান

ডেইলি গাজীপুর প্রতিবেদক : আজ থেকে বুধবার বাউল সম্রাট ফকির লালন শাহর ১২৯তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ায় শুরু হচ্ছে তিন দিনের অনুষ্ঠানমালা। এর মধ্যে রয়েছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সাধুসঙ্গ ও গ্রামীণ মেলা। প্রতিদিন গভীর রাত পর্যন্ত চলবে লালন সংগীতের আসর। ‘বাড়ির কাছে আরশিনগর, সেথা এক পরশি বসত করে’ বাউল সম্রাট ফকির লালন শাহর কথাকে প্রতিপাদ্য করে এবারের মেলার আয়োজন করেছে লালন একাডেমি। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় মেলা চলবে আগামী শুক্রবার পর্যন্ত। আজ সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের উদ্বোধন করবেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি।