কুসুম্বা শাহী মসজিদের ছবি প্রত্যাহারের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ

0
139
728×90 Banner

নওগাঁ প্রতিনিধি: পাঁচ টাকার নোট থেকে ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদের ছবি প্রত্যাহারের সিদ্ধান্তের প্রতিবাদে নওগাঁর মান্দা উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে । গতকাল মঙ্গলবার (৩ জুন) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার প্রসাদপুর বাজারের চৌরাস্তার মোড়ে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে বক্তব্য রাখেন মান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. ইকরামুল বারী টিপু, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল কাদের ও শামশুল ইসলাম বাদল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল জলিল ও আব্দুল মালেক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবু তালহা জুবায়ের, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহিদুজ্জামান সালেক প্রমুখ । বক্তারা বলেন, ‘কুসুম্বা মসজিদ আমাদের জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতির অমূল্য নিদর্শন । এটি পাঁচ টাকার নোটে বহাল থাকায় দেশের মানুষ ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হতো । এ ধরনের সিদ্ধান্ত দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে অবমূল্যায়নের সামিল । অবিলম্বে কুসুম্বা মসজিদের ছবি পুনরায় পাঁচ টাকার নোটে বহালের দাবি জানান তারা।বিএনপির নেতারা হুশিয়ারি উচ্চারন করে বলেন, দাবি আদায় না হলে ভবিষ্যতে মান্দাসহ নওগাঁবাসিকে সঙ্গে নিয়ে আরও বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে । সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে । পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে অর্থ উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয় । একই দাবি নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলার শাখার নেতৃবৃন্দ পৃথকভাবে স্মারকলিপি প্রদান করেছে । এ বিষয়ে গ্রামবাংলা সাহিত্য পত্রিকার সম্পাদক আশরাফুল হক পলাশ বলেন, ‘কুসুম্বা মসজিদ নিয়ে আমি অনেক গবেষনা করেছি। এ বিষয়ে আমার সম্পাদনায় একাধিক বইও প্রকাশিত হয়েছে। কুসুম্বা মসজিদ শুধু স্থাপত্য নিদর্শনই নয়, এটি একটি ঐতিহাসিক পরিচয় বহন করে। নতুন নোটে তা না থাকায় হতাশা ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে এলাকাবাসীর মধ্যে।’ উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের নতুন পাঁচ টাকার নোটে ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদের ছবি অপসারণের খবর ছড়িয়ে পড়লে নওগাঁর মান্দা উপজেলাজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়, আলোচনা-সমালোচনার ঝড় উঠে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here