কুয়াকাটায় মাদ্রাসা মসজিদ পুড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে মানববন্ধন

0
190
728×90 Banner

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটায় আগুন দিয়ে মাদ্রাসা ও মসজিদ পুড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় কুয়াকাটা খানকায়ে রশিদিয়া নুরানীয়া হাফেজিয়া মাদ্রাসার সামনে এ মানববন্ধন করে এলাকার মুসুল্লি, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা।
প্রায় ঘন্টাব্যাপী এ কর্মসূচীতে বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনির আহম্মেদ ভুইয়া, মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারী জসিম উদ্দিন বাবুল ভুইয়া, পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শহীদ দেওয়ান, ভুইয়া মার্কেটের সভাপতি নিজাম উদ্দিন ও মসজিদের ইমাম আবদুর রহমান।
বক্তারা মাদ্রাসা-মসজিদ পুড়িয়ে দেয়ার হুমকিদাতা জাহাঙ্গীর শেখের সর্বোচ্চ শাস্তি ও বিচার দাবি করেন। দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান খানকায়ে রশিদিয়া নুরানীয়া হাফেজিয়া মাদ্রাসার জমি ওয়ারিশ সূত্রে পাওয়ার দাবি তুলে স্থানীয় জাহাঙ্গীর শেখ মাদ্রাসা ও মসজিদের নির্মান কাজে বাধাসহ পুড়িয়ে হুমকি দেয়। এ ঘটনায় ক্ষুদ্ধ হয়ে ওঠেছে স্থানীয় মুসুল্লীরা। তারা জাহাঙ্গীর শেখের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা দেয়। এ ঘটনায় জাহাঙ্গীর শেখের বিরুদ্বে মহিপুর থানায় ২৪ মে একটি সাধারন ডায়েরী করেছেন মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারী জসিম উদ্দিন বাবুল ভুইয়া। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মনির আহম্মেদ ভুইয়া বলেন, প্রতিবন্ধীদের টাকা আতœসাতের ঘটনায় জাহাঙ্গীর শেখ একজন সাজাপ্রাপ্ত আসামী। বর্তমানে জামিনে রয়েছেন। এছাড়াও জালিয়াতির মাধ্যমে জমি অত্মসাতের একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব ঘটনায় তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা চলমান রয়েছে। মহিপুর থানার অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here